ইতিমধ্যেই রাজ্যে শীতের (Winter Season) আমেজ শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র ভোরের দিকে নয় রাতেও নামছে তাপমাত্রার পারদ। পাহাড়ে আকাশ পরিষ্কার থাকায় একেবারে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga)। তার জেরে পাহাড়েও বাড়ছে ভিড়। রেড পান্ডা (Red Panda) দেখতে দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় এখন দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে।
