‘দখলদারির রাজনীতির করুণ পরিণতি’, তৃণমূল নেতা খুনে থমথমে নওদা প্রসঙ্গে কটাক্ষ বিরোধীদের


সোমা মাইতি: তৃণমূল নেতা খুনের জেরে থমথমে মুর্শিদাবাদের নওদা। রয়েছে চাপা উত্তেজনা। এখনও চিহ্নিত করা যায়নি খুনিদের। বিভিন্ন জায়গায় তল্লাশি পুলিসের। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক কারণেই খুন মতিরুল। তদন্তে প্রাথমিক অনুমান পুলিসের। জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ বিধায়কের। বিজেপি, সিপিএমের দিকেও অভিযোগ। দখলদারির রাজনীতির করুণ পরিণতি। মুর্শিদাবাদের ঘটনায় মন্তব্য বিজেপির। বাংলায় এমন হিংসা চলতে থাকবে, তোপ  অধীর চৌধুরীর। শাসক দলকে নিশানা সিপিএমেরও।

আরও পড়ুন, Anubrata Mandal: লটারি জিতেছিলেন নানুরের নুর আলি, ঘুরপথে সেই টিকিট আসে অনুব্রতর কাছে!

তৃণমূল নেতা খুনের পর দিন সকালে এলাকায় চাপা আতঙ্ক কাজ করছে। মাঝেমধ্যে পুলিশি টহল চলছে, । গতকাল জেলা পুলিশ সুপার সুরেন্দ্র সিং ঘন্টাখানেক ঘটনাস্থলে ছিলেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ।যে সরকারি নিরাপত্তা কর্মী তার সঙ্গে ছিলেন তাকে সঙ্গে নিয়ে  ঘটনার বিস্তারিত বিবরণ  নেন। মতিরুল এবং একজন নিরাপত্তা কর্মী একটি মোটর বাইকের ছিলেন আরেকটি মোটর বাইকে ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার এমনটাই জানা যাচ্ছে।

ভর সন্ধেবেলায় পরপর বোমাবাজি তারপর গুলি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। কিন্তু কেন এই নৃশংস খুন ?শুধু কি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুন? পঞ্চায়েত নির্বাচন যখন এগিয়ে আসছে তখন খুনের রাজনীতি মাথা ছাড়া দিচ্ছে.. মতিরুল খুনের পেছনে তার নিজের দলের কর্মীদের একাংশের মদত রয়েছে এমনটাই গতকালের প্রাথমিক প্রতিক্রিয়া উঠে এসেছিল… পরবর্তী সময় বিরোধীদের চক্রান্ত মতামত উঠে এসেছে…

সকালে ঘটনাস্থলে এসে পৌঁছন নদীয়া জেলার একাধিক তৃণমূলের নেতাকর্মীরা ঘটনাস্থল দেখার জন্য ।গতকাল এলাকার বিধায়ক এবং নদিয়া জেলা পরিষদের সদস্যর যে বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে তার প্রেক্ষিতে পঞ্চায়েত প্রধানের বক্তব্য তারা যখন এ কথা বলেছেন তার পেছনে কোন কারণ থাকতেই পারে । তৃণমূল সংখ্যাগরিষ্ঠ দল তাই দলের ভেতরে মনমালিন্য ছিল না এমনটা নয়, সম্প্রতি বেশ কিছু সভাতে দেখা গিয়েছে যেখানে টিনা থাকতেন সেখানে মতিরুল ভাই থাকতেন না অর্থাৎ দূরত্ব একটা ছিলই।টিনা সাহা অভিযোগ করেন চাকরি সংক্রান্ত টাকা পয়সার লেনদেনের বিষয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। পঞ্চায়েত প্রধানের বক্তব্য তিনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার থাকতেই পারে ।এখন আমরাও অনেক কিছু শুনতে পাচ্ছি। তবে তেহটটো বিধানসভায় দলকে জেতার জন্য তার ভূমিকা ছিল অনস্বীকার্য ।সামনে পঞ্চায়েত ভোট তাই তৃণমূল কংগ্রেসের মতিরুল ভাইকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে বিরোধীদের অনেকটাই সুবিধে হবে ।তাই এর পেছনে অবশ্যই কংগ্রেস বিজেপির হাত রয়েছে সঙ্গে হয়তোবা তৃণমূল কংগ্রেসের একাংশের মদত রয়েছে।

আরও পড়ুন, Nadia Panchyat Pradhan Husband Shot Dead: ভরসন্ধেয় ঘিরে ধরে গুলি-বোমা, নওদায় নিহত তৃণমূল নেতা

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *