Amir Khan Daughter Wedding: মিডিয়ার নজরের বাইরে এনগেজমেন্ট আমিরকন্যার! – amir khan daughter ira khan gets married and fatima sana shaikh can marry with amir khan rumours
Happy woman pointing at copy space on whiteboard

সুপারস্টার আমির খানের (Amir Khan) মেয়ে আয়রা খান (Ira Khan) বলিউডি জাঁকজমক থেকেও থাকেন শতহস্ত দূরে। বলিউডের স্টার কিডসদের (Bollywood Star Kids) সঙ্গেও বিশেষ ভাব নেই আয়রার। বরং আয়রা শান্তির, খুনসুটি, আদুরেপনার দিন কাটান লিভ ইন পার্টনার নূপুরের সঙ্গে। সেই নূপুরের সঙ্গেই এবার ফর্মালি এনগেজমেন্ট সেরে ফেললেন আয়রা। লাল অফ শোল্ডার গাউনে এনগেজমেন্ট সারলেন আয়রা। তবে একমাত্র মেয়ের এনগেজমেন্টে মিস্টার পারফেকশনিস্ট (Mr.Perfectionist) আমির খান উপস্থিত ছিলেন কি না, তার কোনও আভাসই পাওয়া যায়নি। এদিকে ফতিমা সানা শেখের (Fatima Sana Shaikh)সঙ্গে আমির খান গাঁটছড়া বাঁধতে পারেন বলে গুঞ্জন বেশ জোরালো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *