Black Bear : চিতাবাঘের পর জঙ্গলে দেখা মিলল ভালুকের, পুরুলিয়া নিয়ে আশায় বুক বাঁধছে বন দফতর – black bear noticed at simni bit forest at purulia confirmed by forest dept
West Bengal News পুরুলিয়াবাসীকে ফের সুখবর দিল পুরুলিয়া বন বিভাগ। জোড়া চিতার পর এবার কোটশিলা জঙ্গলের (Kotshila Forest) সিমনি বিটে (Simni Bit) দেখা মিলল ভালুকের (Black Bear)। জঙ্গলকে বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে বলে খুশি বন দফতর। তাদের উপর নিয়মিত নজর রাখা হবে বলেও জানান হয়েছে।

Jalpaiguri News : ধূপগুড়িতে অজানা জন্তু? আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর
পুরুলিয়ার কোটশিলা (Kotshila Forest) বন বিভাগের সিমনিবিটের জঙ্গলে দেখা মিলেছিল জোড়া চিতা বাঘের। তারপরই কিছুদিন আগেই চিতা বাঘ শাবক-এর একটি ছবিও ভাইরাল হয়। এবার ভালুকের দেখা মিলল সিমনি বিটের হরতান জঙ্গলে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া বন বিভাগের ডিএফও দেবাশিষ শর্মা বলেন, “আমরা কিছুদিন আগে থেকেই খবর পাচ্ছিলাম যে ওই জঙ্গলে ভালুক রয়েছে। কিন্তু যেহেতু কোনও প্রমাণ মেলেনি, তাই আমরা নিশ্চিত হতে পারি নি। তবে জেলাবাসীর কাছে এটা আশার কথা যে ওই জঙ্গল এলাকাগুলোকে বন্য প্রাণীরা নিজেদের নিরাপদ আস্তানা বলে মনে করছে এটা খুব ভালো সংকেত।”

 

Royal Bengal Tiger : সুন্দরবনে ফের বাঘের দর্শন পর্যটকদের, দক্ষিণরায় দেখার টানে বাড়ছে ভিড়
বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য আরও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে বন দফতর। নিয়মিত নজর রাখা হবে ভালুকের উপর। দেবাশিষ শর্মা আরও বলেন, “একটি নয় একাধিক ভালুক রয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা বন্য প্রাণী রক্ষার্থে নিরন্তর প্রচার চালাচ্ছি। যেহেতু চিতা বাঘের পর ভালুকের দেখা মিলল তাই আমরা নিয়মিত নজরও রাখছি।”

Kuno Cheetah News : খাঁচার দরজা খুলতেই দে দৌড়…, ফ্রেডি-এল্টনের সঙ্গে এবার কুনোর বড় এনক্লোজারে ওভানও
প্রসঙ্গত, কয়েকমাস আগেই পুরুলিয়ার (Purulia) কোটশিলার সিমনি বিটের জঙ্গলে বন দফতরের লাগানো ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতা বাঘের হদিশ মিলেছিল। একটি পূর্ণ বয়স্ক পুরুষ ও স্ত্রী চিতা বাঘের (Leopard) হদিশ মিলেছিল। ফলে ওই জঙ্গলে চিতা শাবকের জন্ম হতে পারে বলে আশাবাদী ছিলেন পুরুলিয়া বন বিভাগের কর্তারা। যার জন্য ওই জঙ্গলে নিরাপত্তা বলয় বাড়িয়ে তোলা হয়েছিল। ক্যামেরা লাগানো থেকে শুরু করে নজরদারির জন্য লোক রাখা হয়েছিল। একইসঙ্গে নিয়মিত প্রচার করা হয়েছে বন বিভাগের তরফে যাতে গভীর জঙ্গলে, ছোট বাচ্চা নিয়ে অকারণে এলাকাবাসী যাতায়াত না করেন। বন দফতরের সেই তৎপরতা এবার সফল হল বলে মনে করা হচ্ছে। সিমনি বিটের জঙ্গলে চিতা শাবকের দেখা মিলল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কোটশিলা বনাঞ্চল সূত্রে জানা গিয়েছে, সিমনি-জাবর পাহাড়ের জঙ্গলের একটি গুহায় চিতাবাঘ শাবকের জন্ম দেয় চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে। তারপর ওই জঙ্গলে বনজ সম্পদ কুড়োতে গিয়েই চিতাবাঘের শাবকের ছবি পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *