
পুরুলিয়ার কোটশিলা (Kotshila Forest) বন বিভাগের সিমনিবিটের জঙ্গলে দেখা মিলেছিল জোড়া চিতা বাঘের। তারপরই কিছুদিন আগেই চিতা বাঘ শাবক-এর একটি ছবিও ভাইরাল হয়। এবার ভালুকের দেখা মিলল সিমনি বিটের হরতান জঙ্গলে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া বন বিভাগের ডিএফও দেবাশিষ শর্মা বলেন, “আমরা কিছুদিন আগে থেকেই খবর পাচ্ছিলাম যে ওই জঙ্গলে ভালুক রয়েছে। কিন্তু যেহেতু কোনও প্রমাণ মেলেনি, তাই আমরা নিশ্চিত হতে পারি নি। তবে জেলাবাসীর কাছে এটা আশার কথা যে ওই জঙ্গল এলাকাগুলোকে বন্য প্রাণীরা নিজেদের নিরাপদ আস্তানা বলে মনে করছে এটা খুব ভালো সংকেত।”
বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য আরও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে বন দফতর। নিয়মিত নজর রাখা হবে ভালুকের উপর। দেবাশিষ শর্মা আরও বলেন, “একটি নয় একাধিক ভালুক রয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা বন্য প্রাণী রক্ষার্থে নিরন্তর প্রচার চালাচ্ছি। যেহেতু চিতা বাঘের পর ভালুকের দেখা মিলল তাই আমরা নিয়মিত নজরও রাখছি।”
প্রসঙ্গত, কয়েকমাস আগেই পুরুলিয়ার (Purulia) কোটশিলার সিমনি বিটের জঙ্গলে বন দফতরের লাগানো ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতা বাঘের হদিশ মিলেছিল। একটি পূর্ণ বয়স্ক পুরুষ ও স্ত্রী চিতা বাঘের (Leopard) হদিশ মিলেছিল। ফলে ওই জঙ্গলে চিতা শাবকের জন্ম হতে পারে বলে আশাবাদী ছিলেন পুরুলিয়া বন বিভাগের কর্তারা। যার জন্য ওই জঙ্গলে নিরাপত্তা বলয় বাড়িয়ে তোলা হয়েছিল। ক্যামেরা লাগানো থেকে শুরু করে নজরদারির জন্য লোক রাখা হয়েছিল। একইসঙ্গে নিয়মিত প্রচার করা হয়েছে বন বিভাগের তরফে যাতে গভীর জঙ্গলে, ছোট বাচ্চা নিয়ে অকারণে এলাকাবাসী যাতায়াত না করেন। বন দফতরের সেই তৎপরতা এবার সফল হল বলে মনে করা হচ্ছে। সিমনি বিটের জঙ্গলে চিতা শাবকের দেখা মিলল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কোটশিলা বনাঞ্চল সূত্রে জানা গিয়েছে, সিমনি-জাবর পাহাড়ের জঙ্গলের একটি গুহায় চিতাবাঘ শাবকের জন্ম দেয় চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে। তারপর ওই জঙ্গলে বনজ সম্পদ কুড়োতে গিয়েই চিতাবাঘের শাবকের ছবি পাওয়া যায়।