হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে সালকিয়া ভূগর্ভস্থ জলাধারে KMDA দ্বারা HT প্যানেল বোর্ড প্রতিস্থাপিত করার ফলে শুক্রবার নির্জলা থাকবে এক থেকে ছ’ নম্বর ওয়ার্ড৷ সেখানে সম্পূর্ণভাবে জল সরবারহ বন্ধ আছে। যদিও সাত নম্বর ওয়ার্ডে আংশিক জল সরবরাহ করা হবে। এছাড়াও ১০-১৪ নম্বর ওয়ার্ডেও সম্পূর্ণ জল সরবারহ বন্ধ রয়েছে বলেই জানানো হয়েছে। অর্থাৎ প্রভাব পড়বে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। পুরসভার নির্দেশিকা অনুযায়ী জল পাওয়া যাবে পরের দিন অর্থাৎ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ছ’টায়৷ ওই দিন সকাল থেকেই পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে পুর নিগমের পক্ষ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জল সরবরাহ বন্ধ থাকায় নাগরিকদের আগে থেকে জল সংরক্ষণ করার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে পুরসভার তরফে পানীয় জলের জোগানে ওই নির্জলা এলাকাগুলিতে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও জানা গিয়েছে। ফলে জল সরবরাহ বন্থ থাকলেও প্রশাসনের তরফে ঘাটতি মেটানোর চেষ্টা করা হয় বলেই জানা গিয়েছে৷ ঘাটতি মেটাতেই ওই নির্জলা এলাকাগুলিতে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের থাকে৷ যাতে হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন দিনভর জলকষ্টে না ভোগেন সেজন্যই এই ব্যবস্থা বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে৷
যদিও পুরনিগমের তরফে জলের গাড়ির ব্যবস্থা করা হলেও, দিনভর এত জলের সমস্যা মেটানো সম্ভব নয় বলেই মত স্থানীয় বাসিন্দাদের৷ কারণ সারাদিনের গৃহস্থের কাজে প্রচুর জলের প্রয়োজন, যা সংরক্ষণ করে রাখা কার্যত অসম্ভব বলেই মত তাঁদের৷ ফলে পুরনিগমের তরফে পুরো দস্তুর জলের ঘাটতি মেটানোর চেষ্টা করা হলেও, তা যে অনেকাংশে থেকেই গিয়েছে সেটা বারবারই উঠে এল স্থানীয় বাসিন্দাদের কথায়৷
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।