Mamata Banerjee News: শুভেন্দুকে চা পানের প্রস্তাব, জবাবে মুখ্যমন্ত্রীকে কী বললেন বিরোধী দলনেতা? – mamata banerjee offers tea to suvendu adhikari here is his reply


২০২১ সালে বিধানসভা নির্বাচন-নন্দীগ্রামে মুখোমুখি মমতা-শুভেন্দু (Mamata Banerjee-Suvendu Adhikari)। গোটা দেশ এই দুই হেভিওয়েট রাজনীতিবিদের লড়াইয়ের দিকে তাকিয়েছিল। জয়ী হয়ে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, ভবানীপুর বিধানসভাকেন্দ্র থেকে জয়ী হয়ে এই মুহূর্তে বাংলার মসনদে মমতা। শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের পর একাধিক রাজনৈতিক সভায় তাঁকে আক্রমণে সুর চড়াতে দেখা গিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, পালটা BJP তথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, শুক্রবার রাজ্য রাজনৈতিক মহলে তোলপাড়। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন শুভেন্দু অধিকারী। মাত্র তিন থেকে চার মিনিট মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন শুভেন্দু। এদিন তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় চা খাওয়ার কথা বললেও তা আর হয়ে ওঠেনি, সূত্রের খবর এমনটাই। অধিবেশনের ব্যস্ততার জন্যই চা খাওয়া হয়ে ওঠেনি বলে জানা যায়।

Mamata Banerjee Suvendu Adhikari : সংঘাতে মধ্যে সৌজন্য, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু
রাজনৈতিক মহলে মমতা-শুভেন্দুু সাক্ষাৎ নিয়ে শোরগোল পড়লেও অভিজ্ঞ মহলের কথায়, “সৌজন্য বিনিময় বঙ্গ রাজনীতির অন্যতম পরিচয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়…”। ব্যস্ততার জন্য চা না খাওয়া হলেও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সৌজন্য দেখিয়েছেন আমরা শিষ্টাচার রক্ষা করেছি।” এই ধরনের ফ্লোর কোঅর্ডিনেশনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের উন্নয়নের জন্য যেখানে দরকার সেখানে যাবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্যের বিরোধিতাও করেন তিনি। PAC-এর চেয়ারম্যান করা হোক BJP বিধায়ককেই, মন্তব্য তাঁর। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, “ভাইয়ের মতো স্নেহ করতাম…”।

Suvendu Adhikari : ‘এর মধ্যে অন্য কিছু নেই’, মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে মন্তব্য শুভেন্দুর
অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, “বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু, তাঁরা দু’জনেই এই বিষয়টিকে অস্বাভাবিক করে তুলেছিলেন।” এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়ী এবং মনোজ টিজ্ঞাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে যান। অত্যন্ত অল্প সময়ের জন্য সাক্ষাৎ হয় তাঁদের। এদিকে এই সৌজন্য সাক্ষাৎঘিরে যখন তোলপাড় রাজ্য রাজনৈতিক মহল সেই সময় সেই সময় একটি টুইট করেন অমিত মালব্য। টুইটে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *