ডানকুনি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নোনাপুকুরের ধারে বরুণ দাস নামে এক ব্যক্তির একটি আবাস যোজনার বাড়ি রয়েছে। সেই বাড়ি এখন ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের ৮ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে পরিণত বলে দাবি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে তৃণমূলের পার্টি অফিস চলছে বলে দাবি তুলে সরব হয়েছেন বিরোধীরা। স্থানীয় BJP নেতা শ্রীরামপুরের সহ সভাপতি দেবাশিস মুখোপাধ্যায়ের অভিযোগ, হাউসিং ফর অল কেন্দ্রীয় সরকারি প্রকল্প। সেই প্রকল্পে যাদের বাড়ি নেই, তাদের জন্য বাড়ি করে দেওয়া হয়। আর ডানকুনি পুরসভার আট নম্বর ওয়ার্ডে যার বাড়িতে তৃণমূল অফিস চলছে, তার অন্য জায়গায় বাড়ি আছে। আসলে তৃণমূল আর দুর্নীতি সমার্থক হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
তাঁর দাবি, ডানকুনিতে খুঁজলে এমন অনেক বাড়ি পাওয়া যাবে, যেগুলো ভাড়া খাটানো হচ্ছে। SFI এর জেলা সভাপতি অর্ণব দাস বলেন, “এটা নতুন কিছু নয়, এর আগেও দেখা গিয়েছে সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস ক্যাম্প চলছে। এমনকি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বোমা তৈরির কারখানা সেটাও দেখা গিয়েছে।”
স্থানীয় তৃণমূল নেতা প্রকাশ রাহার দাবি, তৃণমূলের কার্যালয়টি ভেঙে যাওয়ার ফলে অস্থায়ীভাবে বাড়ির মালিক তাঁদের এই কার্যালয়টি চালানোর জন্য অনুমতি দিয়েছেন। এলাকার মানুষকে পরিষেবা দিতে অস্থায়ীভাবে পার্টি অফিসটি চলছে। পুরনো জায়গায় পার্টি অফিস নতুন করে নির্মাণ হলে গেলেই সেখানে চলে যাওয়া হবে। বিরোধীদের কাজ অভিযোগ করা। সেটাই করছে৷ যদিও বাড়ির মালিক বরুন দাস বলেন, “বাড়িটি তৈরি হলেও এখনও জল ও বিদ্যুতের ব্যবস্থা হয়নি। তাই সেখানে বসবাস করা যায় না। তৃনমূলকে অস্থায়ীভাবে অফিস করতে দেওয়া হয়েছে। আমি অন্য বাড়িতে থাকি।”