Sabyasachi Chowdhury: কেমন আছেন সব্যসাচী? মুখ খুললেন বন্ধু সৌরভ – after aindrila sharma death best friend sourav das informs about the health condition of sabyasachi chowdhury


ভালোবাসার মানুষ ঐন্দ্রিলাকে (Aindrila Sharma) হারিয়ে বেদনাময় জীবন কাটছে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury)। এখন সেই সব্যসাচীর পাসে দাঁড়িয়েছে তার বেস্ট ফ্রেন্ড সৌরভ দাস (Sourav Das)। তিনি খোঁজ দিয়েছেন সব্যসাচীর শারীরিক অবস্থা সম্পর্কে। লিখেছেন, “সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকবো। যারা fake news ছড়াচ্ছে তারা অসুস্থ, বিব্রত হবেন না।গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছি না যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে।” একই সঙ্গে হুঁশিয়ারি বার্তাও দেন সৌরভ। জানিয়ে দেন সব্যসাচী অথবা ঐন্দ্রিলার পরিবার সম্পর্কে যাঁরা গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। ঐন্দ্রিলা-সব্যসাচীর ভালোবাসা নিদর্শন হয়ে থাকল যাঁদের কাছে, তাঁরা কোথাও না কোথাও একটু হলেও স্বস্তি পেলেন, এটা জেনে যে অভিনেতা সুস্থ আছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *