West Bengal News: ফোনে গল্প করত স্ত্রী! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে – west bengal news husband hits wife suspecting that she involve in extra marital affair
প্রায়শই মোবাইল নিয়ে ব্যস্ত থাকত স্ত্রী। শুধু এই কারণে বিবাহ-বহির্ভূত সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়ে পড়েছে গৃহবধূ এই বিশ্বাসে তাঁকে কুপিয়ে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যরা। এমনই অভিযোগ উঠেছে ভাঙড় থানার কালেরআইট গ্রামে । মৃত গৃহবধুর নাম আমিনা খাতুন। ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা।

South 24 Pargana News: বিবাহিত হয়েও প্রেম, ‘প্রতিহিংসা’-য় প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি স্বামীকে পাঠাল তরুণ

 

গৃহবধূকে খুনের ঘটনায় তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ (Bhangar Police Station)। অভিযুক্তের নাম হাফিজুল মোল্লা। জানা গিয়েছে, আট বছর আগে আমিনা ও হাফিজুলের বিয়ে হয়। তার আগেই তাদের মধ্যে বেশ কয়েক বছর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রথম প্রথম সব ঠিক থাকলেও, কিছুদিন পরেই আমিনার সমস্ত আচরণেই সন্দেহ প্রকাশ করত হাফিজুল। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তিও হয় কয়েকবার। এতে ইন্ধন যুগিয়েছিল আমিনার মোবাইল প্রীতি। মোবাইলেই মশগুল থাকত আমিনা। ঘরের কাজ সেরে বাকি খালি সময় হয় মোবাইল ঘাঁটত আমিনা নয়, সে নানা পরিচিতকে ফোন করে গল্প করত।

Murshidabad Murder Case : খুনের পর থেকেই ‘নিখোঁজ’ নদিয়ার তৃণমূল নেতার দেহরক্ষীরা? মতিরুল-হত্যায় চাঞ্চল্যকর তথ্য

স্থানীয় সূত্রে খবর, স্ত্রীয়ের এই মোবাইলের প্রতি ভালোবাসাকে ভালো চোখে দেখত না হাফিজুল। তাঁর সন্দেহ ছিল পরপুরুষে আসক্ত আমিনা। হাফিজুলের দাবি ছিল, অবসর কাটাতে ফোন গল্প করে না, কোনও অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে। তাই মোবাইলে সারাদিন ব্যস্ত থাকে আমিনা। এই নিয়ে সন্দেহে চরম অশান্তি করত হাফিজুল। নিজেদের পাঁচ বছরের সন্তানের সামনেই চলত অশান্তি। অভিযোগ, ঘটনার দিন রাতেও মৃতা ও তাঁর স্বামীর মধ্যে তুমুল ঝামেলা হয় বলে খবর। বৃহস্পতিবার রাতে অশান্তির সময় আমিনাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। হাফিজুলের বাড়ির লোকও এই ঘটনায় তাঁর সহযোগিতা করে বলে অভিযোগ।

Raniganj News : বন্ধ ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বিবাহ-বর্হিভূত সম্পর্কের (Extra Marital Affair) অভিযোগ আমিনার বিরুদ্ধে আনলেও হাফিজুল বা তাঁর বাড়ির সদস্যরা এই নিয়ে কোনও প্রমাণ দিতে পারেনি। রক্তাক্ত আমিনাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সকালে নলমুড়ি হাসপাতালে এসে আমিনার বাপের বাড়ির সদস্যরা এলে খুনের কথা জানতে পারে। খুনের খবর পেয়ে আসে ভাঙড় থানার পুলিশ (West Bengal News)। নলমুড়ি হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ হাফিজুল মোল্লার বাবাকে গ্রেফতার করেছে বলে খবর। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Supriya Dutta Murder Case : পরকীয়ার জেরে বধূর গলায় কোপ! রায়গঞ্জকাণ্ডে ধৃতের শেষ ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *