West Bengal Tourism: দার্জিলিং বেড়াতে এসে চোরের খপ্পরে, পুলিশি তৎপরতায় মহাবিপদ এড়ালেন বিদেশি – bag and passport of australia tourist theft in siliguri police arrested two


Darjeeling Tourism: কাঞ্চনজঙ্ঘা চাক্ষুস করতে এসে অস্ট্রেলিয়া (Australia) থেকে দার্জিলিং (Darjeeling) ঘুরতে এসেছিলেন রিউবেন জোনাথম পেটেলি। কিন্তু, ঘুরতে এই এসেই ঘটে বিপত্তি। ট্রেন থেকে NJP-তে (New Jalpaiguri Railway Station) নামতেই ব্যাগ চুরি হয়ে যায় রিউবেনের। ব্যাগে ল্যাপটপ, ট্যাব, ক্যামেরার পাশাপাশি ছিল নগদ টাকা এবং পাসপোর্ট। কিন্তু, শেষে পুলিশের উদ্যোগে নিজের খোয়া যাওয়া সামগ্রী ফিরে পায় এই বিদেশি পর্যটক। অস্ট্রেলিয় পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে NJP GRP (NJP Train) থানার পুলিশ। GRP সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস থেকে NJP-তে নেমেছিলেন এই অস্ট্রেলিয় পর্যটক। স্টেশনে নামতেই ব্যাগ চুরি হয়ে যায় রিউবেনের।

Kanchenjunga : ১৫ দিন পর দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, পর্যটকে পূর্ণ পাহাড়ের মুখে চওড়া হাসি
ব্যাগে ছিল পাসপোর্ট। স্থানীয় NJP GRP থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিউবেন। অস্ট্রেলিয় পর্যটকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই NJP সংলগ্ন ভক্তিনগর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া পাসপোর্টটি উদ্ধার করে। ভক্তিনগর থানার তরফে NJP GRP-র সঙ্গে যোগাযোগ করা হয়, পাসপোর্ট ফেরত পায় রিউবেন। এরপর ওই পর্যটকের চুরি হওয়া অন্যান্য সামগ্রীর সন্ধানে নামে NJP GRP। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সন্ধানে শুরু হয় তল্লাশি।

West Bengal Winter Update : বাংলার দুয়ারে শীত, এক অঙ্কে দার্জিলিং
তদন্তে নেমে শুক্রবার ভোরে শিলিগুড়ি (Siliguri) খালপাড়া এলাকা থেকে ফালাকাটার বাসিন্দা দীপক বর্মণ এবং মালদার বাসিন্দা শান্তনু করকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের থেকে রিউবেনের চুরি হওয়া ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। থানার IC অনুপম মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, ধৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত এবং তাঁদের শুক্রবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

West Bengal Tourism : পাহাড়ে শীতের ভিড়, পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে রেড পান্ডা
NJP স্টেশনে পর্যটকদের হয়রানির ঘটনা নতুন নয়৷ মাঝেমধ্যেই স্টেশনের ওভারব্রিজ, প্ল্যাটফর্ম থেকে যাত্রী ও পর্যটকদের মোবাইল, ব্যাগ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। GRP থানার পুলিশ এর আগে চুরির ঘটনায় একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। কিন্তু তাসত্ত্বে চুরি ও ছিনতাই ঘটনায় রাশ টানা যায়নি। পুলিশের দাবি, বাইরে থেকে আসা একটি চক্র NJP সংলগ্ন এলাকায় চুরি ঘটনার সঙ্গে যুক্ত। অপরাধ সংঘটিত করার পর তাঁরা চম্পট দেয়। উত্তরবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম NJP। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই স্টেশন থেকে বিভিন্ন ভ্রমণকেন্দ্রে উদ্দেশে রওনা দেয়। সেখানে প্রত্যেকদিনই বেড়ে চলা চুরি-ছিনতাইয়ের ঘটনা পুলিশ-প্রশাসনকে চিন্তায় রাখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *