ব্যাগে ছিল পাসপোর্ট। স্থানীয় NJP GRP থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিউবেন। অস্ট্রেলিয় পর্যটকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই NJP সংলগ্ন ভক্তিনগর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া পাসপোর্টটি উদ্ধার করে। ভক্তিনগর থানার তরফে NJP GRP-র সঙ্গে যোগাযোগ করা হয়, পাসপোর্ট ফেরত পায় রিউবেন। এরপর ওই পর্যটকের চুরি হওয়া অন্যান্য সামগ্রীর সন্ধানে নামে NJP GRP। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সন্ধানে শুরু হয় তল্লাশি।
তদন্তে নেমে শুক্রবার ভোরে শিলিগুড়ি (Siliguri) খালপাড়া এলাকা থেকে ফালাকাটার বাসিন্দা দীপক বর্মণ এবং মালদার বাসিন্দা শান্তনু করকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের থেকে রিউবেনের চুরি হওয়া ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। থানার IC অনুপম মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, ধৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত এবং তাঁদের শুক্রবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
NJP স্টেশনে পর্যটকদের হয়রানির ঘটনা নতুন নয়৷ মাঝেমধ্যেই স্টেশনের ওভারব্রিজ, প্ল্যাটফর্ম থেকে যাত্রী ও পর্যটকদের মোবাইল, ব্যাগ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। GRP থানার পুলিশ এর আগে চুরির ঘটনায় একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। কিন্তু তাসত্ত্বে চুরি ও ছিনতাই ঘটনায় রাশ টানা যায়নি। পুলিশের দাবি, বাইরে থেকে আসা একটি চক্র NJP সংলগ্ন এলাকায় চুরি ঘটনার সঙ্গে যুক্ত। অপরাধ সংঘটিত করার পর তাঁরা চম্পট দেয়। উত্তরবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম NJP। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই স্টেশন থেকে বিভিন্ন ভ্রমণকেন্দ্রে উদ্দেশে রওনা দেয়। সেখানে প্রত্যেকদিনই বেড়ে চলা চুরি-ছিনতাইয়ের ঘটনা পুলিশ-প্রশাসনকে চিন্তায় রাখছে।