কবে জাঁকিয়ে শীত রাজ্যে?
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, “ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ পতন হবে। সেই সময় থিতু হবে শীত।” অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।
কেমন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update West Bengal)?
দুই বঙ্গেই আগামী কয়েকদিন শীতের আমেজ থাকার সম্ভাবনা। সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলায়। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সপ্তাহের শেষে কমপক্ষে ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকবে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ। আগামী তিন দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর-পশ্চিমী হাওয়া প্রবেশে কোনও সমস্যা তৈরি হচ্ছে না। আর সেই কারণে কোনও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই। কিন্তু, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। তা ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে।
অন্যান্য রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণ ভারতের তামিলনাডু, অন্ধপ্রদেশ, পন্ডিচেরি সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। । পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যভারত এবং পূর্ব ভারতে শীতের আমেজ বজায় থাকবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।