দিন চারেক খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল গ্রাম লাগোয়া পুকুর থেকে। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার মার্খা গ্রামের। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও পুলিস সঠিক ভাবে তদন্ত করেনি, এই অভিযোগ তুলেই শনিবার মার্খার মোড়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
Updated By: Nov 26, 2022, 03:10 PM IST

প্রতীকী ছবি