মিডিয়ার বড্ড প্রিয় ও মিষ্টি স্বভাবের মেয়ে সারা আলি খান (Sara Ali Khan)। এমনিতে কোনও স্টোর থেকে বেরোতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অথবা জিম থেকে বেরোনোর সময়, প্রতিবারই হাসি মুখে দু’একটা কথা বলেন আবার পোজও দেন ক্যামেরার সামনে। কিন্তু এদিন পিলাটিস স্টুডিয়ো থেকে বেরিয়েই তড়িঘড়ি গাড়িতে উঠে পড়লেন। অন্যদিকে জিম থেকে বেরিয়ে হেব্বি ব্যাজার মুখে গাড়িতে উঠলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। আর পিছন পিছন তাঁর বডিগার্ড এক জোড়া জিম জুতো নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল।