Dengue Symptoms : ঠান্ডায় ক্রমেই কমছে এডিসের অক্লান্ত কামড়, লাগাম ডেঙ্গিতে – west bengal dengue cases decrease due to temperature drop


অনির্বাণ ঘোষ
ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস অলস। এক জনের বেশি একবারে কাউকে কামড়ায় না। কিন্তু ডেঙ্গির মশা এডিস দারুণ খাটিয়ে। একের পর এক জনকে কামড়েও তার খিদে-তেষ্টা মেটে না। আর সে জন্যেই বর্ষা ও তার পরবর্তীতে সংক্রমণ এক বার ছড়াতে শুরু করলে ম্যালেরিয়ার চেয়ে ঢের দ্রুত থাবা চওড়া করে ডেঙ্গি। কিন্তু আশার কথা, আবহাওয়া ঠান্ডা হলে এডিসের কামড়ানোর তৎপরতা কমে। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডায় এক বা বড়জোর দু’জনের শরীরে হুল ফুটিয়েই বিশ্রামে চলে যায় এডিস।তাই বঙ্গেও ডেঙ্গির সংক্রমণ ক্রমেই কমে আসছে। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার বহু জায়গায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে তাপমাত্রা। বিধানসভায় বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা ‘আর একটু ঠান্ডা পড়লেই ডেঙ্গি চলে যাবে’র মধ্যে বিজ্ঞানেরই পরশ দেখছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে কালীপুজোর পর আর বৃষ্টি না হওয়ায় জল জমার সমস্যা যে আর দেখা যায়নি, তাকেও ডেঙ্গি কমে আসার তাযপর্যপূর্ণ কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গি যে কম ছড়াচ্ছে, তার ইঙ্গিত গত এক-দেড় সপ্তাহে ধরেই মিলছিল। গত আট দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৫০-৪০০ হয়ে গিয়েছে। পজিটিভিটি রেটও কমেছে অন্তত ২ শতাংশ।

Mamata Banerjee : ডেঙ্গিতে রাজ্যে এবার ১১ মৃত্যু, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধিকর্তা, পরজীবী বিশেষজ্ঞ অমিতাভ নন্দীর বক্তব্য, ‘তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে চলে গেলে এডিস আর কামড়ায় না। শারীরবৃত্তীয় প্রক্রিয়া শীতঘুমে চলে যায়। ডিম পাড়ার ইচ্ছাও চলে যায়। মশার রক্ত চোষার মূল কারণই কিন্তু প্রজনন। শীতে এডিস কামড়ায় খুবই কম। ডেঙ্গির আশঙ্কাও কমে।’ যদিও তিনি সতর্ক করছেন, ‘লার্ভা ও ডিম ঠান্ডা শুকনো আবহাওয়ায় সুপ্ত থাকে। সেগুলোকে ধ্বংস না করা হলে অনুকূল পরিবেশ পেলেই ফের সক্রিয় হয়ে ওঠে।

মশা মারতে সারাদিন জ্বালিয়ে রাখছেন ধূপ, জানেন না স্বাস্থ্যের কী ক্ষতি করছেন!
কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস জানাচ্ছেন, ডেঙ্গি ছড়ানোর জন্যে তাপমাত্রা দরকার ১৬-৪০ ডিগ্রি সেলসিয়াস। তাই শীতেও ডেঙ্গির আশঙ্কা শূ্ন্য নয়, তবে কম। তাঁর কথায়, ‘তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে গেলেই এডিসের কামড়ানোর অভ্যেসে ভাটা পড়ে। পাঁচ জনের বদলে হয়তো এক জনকে কামড়ায়। এখন সেই অবস্থাটা চলছে বলেই ডেঙ্গির প্রকোপ কমছে।’ যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন, সংক্রমণ-বৃদ্ধির মতোই ডেঙ্গি দ্রুত ছড়ায়, দ্রুত কমে আর ম্যালেরিয়া তুলনায় ধীরে ছড়ায়, ধীরে কমে।

Suvendu Adhikari On Mamata Banerjee : ডেঙ্গি নিয়ে শুভেন্দুর আক্রমণ মমতাকে, পাল্টা তোপ চন্দ্রিমার
দেবাশিসের কথায়, ‘ম্যালেরিয়ার মশা ভ্রূক্ষেপহীন হয়ে পেট ভরায় এক জনের রক্ত খেয়ে। না মারা অথবা নিজের শরীর থেকে রক্ত চুঁইয়ে না পড়া পর্যন্ত সে রক্ত চুষে চলে। তার পর বিশ্রাম নেয় অ্যানোফিলিস। তাই ম্যালেরিয়া সাধারণত পরিবারে এক জনেরই হয়। কিন্তু ডেঙ্গির মশা এডিস কাউকে কামড়ালে তিনি সামান্য হাত-পা নাড়লেই রক্ত খাওয়া ফেলে উড়ে যায়। অল্প অল্প করে পাঁচ-ছ’ জনের থেকে রক্ত খায়। তাই ডেঙ্গি প্রায়ই পরিবারে এক সঙ্গে একাধিক জনের হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *