Dibyendu Adhikari : ‘বাড়িতে চা খেতে এলে খুশি হব…’, অভিষেককে শান্তিকুঞ্জে আমন্ত্রণ দিব্যেন্দুর – suvendu adhikari brothers tmc mp dibyendu adhikari invites abhishek banerjee


শুক্রবার রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায় সাক্ষাৎ। রাজনৈতিক সৌজন্যের নজির দেখেছিল বাংলা। একইসঙ্গে এই নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। এই নিয়ে আলোচনার মধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তিকুঞ্জে চা পানের জন্য আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই এই আমন্ত্রণ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঠিক কী বলেছেন দিব্যেন্দু অধিকারী?
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “ সৌজন্যতা রক্ষা হয়েছে। নমস্কার বিনিময় হয়েছে। নিশ্চিতভাবে এটা একটা ভালো দিক। ফ্লোর কোঅর্ডিনেশন, হাউসের মধ্যে একটা সুস্থ আলোচনা, যেখানে সরকার সরকারের কথা বলবে, বিরোধীরা বিরোধীদের কথা বলবে, এভাবেই তো চলা উচিত। সবসময় বিধানসভা অচল করলে, হট্টগোল করলে কাজ হয় না। বলার সুযোগ যদি বিরোধীরা না পায় তা কাম্য নয়।”

Mamata Banerjee Suvendu Adhikari : ‘বোঝাপড়া করলেও তদন্ত আটকানো যাবে না’, মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে কটাক্ষ বামের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিব্যেন্দু অধিকারী বলেন, “তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে তা তাঁরাই বলতে পারবেন। আমি শুধু শুনলাম তিনি আমার বাবার বিষয়ে খোঁজ নিয়েছেন। নিশ্চিতভাবে তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাঁরা আমার বাড়ির ৫০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে পিতৃশ্রাদ্ধ দিয়ে গেছেন আশা করছি বিচক্ষণতার প্রমাণ রেখে তাঁদের দিকেও তিনি নজর রাখবেন।”

Suvendu Adhikari News: মমতাকে প্রণাম শুভেন্দুর? যা জানালেন মুখ্যমন্ত্রী…
এরপরেই সাংবাদিকরা তাঁদের প্রশ্ন করেন, আর কয়েক দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে কাঁথিতে আসছেন। তাঁকে কী কোনও বার্তা দিতে চান? এই প্রশ্নের জবাবে দিব্যেন্দু অধিকারী বলেন, “বাড়িতে চা খেতে আসতে বলব। এলে খুশি হব। তিনি আসতেই পারেন।” বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে যখন জোর জল্পনা রাজ্য রাজনীতিতে সেই সময় দিব্যেন্দু অধিকারীর এই আমন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও শুক্রবার বিধানসভা থেকে বেরোনোর পরেই একাধিক বিষয়ে রাজ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন শুভেন্দু অধিকারী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক সৌজন্য দেখিয়েছেন তা স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতাও।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *