অগ্নি নির্বাপন কর্মীদের সূত্রে খবর, বাড়িটি প্রায় ১২০ বছরেরও বেশি পুরনো। তার উপর জরাজীর্ণ হওয়ায় আগুনে বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়ারও আশঙ্কা করা হচ্ছে। অতিসাবধানে কাজ করছেন দমকল কর্মীরা। বাড়িটির পুরো তিন তলায় ছড়িয়ে পড়েছে আগুন। দাউ দাউ করে জ্বলা আগুনে এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। উপরন্তু সরু গলি হওয়ায় ভিতরে ঢুকতে সমস্যায় দমকল। তবে দূর থেকে জল নিয়ে আগুনের উৎসস্থলে দেওয়ার ব্যবস্থা করছেন দমকল কর্মীরা (Fire Engine)।
প্রাথমিকভাবে অনুমান, সিলিন্ডার (Cylinder Blast) ফেটে ওই বাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সন্ধে সওয়া সাতটা নাগাদ তারা বিস্ফোরণের আওয়াজ পান। তারপরই বেরিয়ে দেখেন গলির ১৭ নম্বর বাড়িতে আগুন ধরে গিয়েছে। বাড়িটির এক তলায় ছিল একটি গুদাম ও উপরে তিনতলায় থাকত এক পরিবার। পুরনো দিনের বাড়ি হওয়ায় দ্রুত ছড়িয়ে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়িটির তিন তলা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাড়িতে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে দমকল দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়া আটকানোই দমকলের প্রধান উদ্দেশ্য।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।