১৪ থেকে ১৬ নভেম্বর হরিয়ানায় জাতীয় যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেখানে পাঁচটি ইভেন্টে স্বর্ণপদক পেয়েছে সোমনাথ। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জয়ী হওয়াই এখন সোমনাথের লক্ষ্য। আগামী বছর জুন মাসে থাইল্যান্ডে (Thailand) আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসবে। ইতিমধ্যেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সোমনাথকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু অর্থ সমস্যাই সোমনাথে বিদেশ সফরের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও আরও একবার বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে অর্থের অভাবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
বাবা-মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকে সোমনাথ। তাঁদের এক কামরার ঘর ইতিমধ্যেই পুরস্কারে ভরে গিয়ছে। সোমনাথের বাবা রাজু মুখোপাধ্যায় সবজি বিক্রি করে সংসার চালান। কষ্টের সংসারে সোমনাথ বিদেশযাত্রার অর্থ কোথা থেকে মিলবে, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাঁর পরিবার। সোমনাথ জানিয়েছেন, বিদেশ যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় তাঁর আক্ষেপ ছিল। কিন্তু হরিয়ানার কান্নানে থার্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক তাঁর আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছে।
পড়াশুনোর পাশাপাশি যোগাসনেও কেরিয়ার গড়তে চান সোমনাথ। তাঁর মা পিঙ্কি মুখোপাধ্যায় বলেন, “আমি ছেলের ভবিষ্যত নিয়ে চিন্তিত। ছেলের হরিয়ানায় যাওয়ার জন্য সুদে টাকা ধার নিয়েছিলাম। থাইল্যান্ড যাওয়ার জন্য সরকারি সাহায্য পেলে সুবিধা হয়।” কোন্নগর পুরসভার (Konnagar Municipality) চেয়ারম্যান স্বপন দাস এই প্রসঙ্গে বলেন, “শুনেছি ছেলেটি দারুণ যোগাসন করে। সোমনাথ আমাদের শহরের গর্ব। অনেক পদক পেয়েছেন উনি। পুরসভার তরফে আগামী দিনে যে কোনও সমস্যায় আমরা সোমনাথের পাশে থাকার চেষ্টা করব।”