Konnagar Municipality : যোগাসনে পাঁচটি স্বর্ণপদক জয়, অর্থাভাবে থাইল্যান্ড যাওয়া অনিশ্চিত ‘সোনার ছেলে’ সোমনাথের – hooghly konnagar teenager somanth mukherjee won five gold medals in yoga competition


Yoga Exercises: সুদে টাকা ধার নিয়ে ভিন রাজ্যের যোগাসন প্রতিযোগিতায় (Yoga Competition) অংশগ্রহণ করেছিল হুগলির কোন্নগরের (Hooghly Konngar) এক তরুণ। হরিয়ানার জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণ পদক জয়ের পাশাপাশি ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ খেতাব জিতে বাংলার মুখ উজ্জ্বল করল সোমনাথ মুখোপাধ্যায় (Somnath Mukherjee) নামের এই তরুণ। BA প্রথম বর্ষের পড়ুয়া সোমনাথের ছোটবেলা থেকে যোগাসনের প্রতি বিশেষ ঝোঁক ছিল। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় দিদিমার উদ্যোগে যোগাসন শেখায় হাতেখড়ি। সোমনাথকে স্থানীয় ক্লাবের যোগাসন কোচিংয়ে ভর্তি করে দেন তাঁর দিদিমা। তারপর যোগগুরু গৌরাঙ্গ সরকারের সান্নিধ্যে চলে কঠোর অনুশীলন। পরিশ্রম আর অধ্যাবসায় একের পর এক সাফল্য এনে দিয়েছে। ইতিমধ্যেই জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক পদক ও পুরস্কার পেয়েছে সোমনাথ।

Mahesh Rath : ডাক টিকিট-খাম, পোস্ট কার্ডে এবার মাহেশের রথ
১৪ থেকে ১৬ নভেম্বর হরিয়ানায় জাতীয় যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেখানে পাঁচটি ইভেন্টে স্বর্ণপদক পেয়েছে সোমনাথ। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জয়ী হওয়াই এখন সোমনাথের লক্ষ্য। আগামী বছর জুন মাসে থাইল্যান্ডে (Thailand) আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসবে। ইতিমধ্যেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সোমনাথকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু অর্থ সমস্যাই সোমনাথে বিদেশ সফরের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও আরও একবার বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে অর্থের অভাবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

Konnagar Baro Mandir Ghat : মুখ্যমন্ত্রীর নির্দেশ, বারাণসীর মতো গঙ্গা আরতি এবার কোন্নগরেও
বাবা-মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকে সোমনাথ। তাঁদের এক কামরার ঘর ইতিমধ্যেই পুরস্কারে ভরে গিয়ছে। সোমনাথের বাবা রাজু মুখোপাধ্যায় সবজি বিক্রি করে সংসার চালান। কষ্টের সংসারে সোমনাথ বিদেশযাত্রার অর্থ কোথা থেকে মিলবে, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাঁর পরিবার। সোমনাথ জানিয়েছেন, বিদেশ যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় তাঁর আক্ষেপ ছিল। কিন্তু হরিয়ানার কান্নানে থার্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক তাঁর আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছে।

Hooghly News : ২০ দিন পর বাড়ি ফিরেই ‘মাথা খারাপ’! পুজোর পর থেকেই শেকলবন্দি জীবন কার্তিকের
পড়াশুনোর পাশাপাশি যোগাসনেও কেরিয়ার গড়তে চান সোমনাথ। তাঁর মা পিঙ্কি মুখোপাধ্যায় বলেন, “আমি ছেলের ভবিষ্যত নিয়ে চিন্তিত। ছেলের হরিয়ানায় যাওয়ার জন্য সুদে টাকা ধার নিয়েছিলাম। থাইল্যান্ড যাওয়ার জন্য সরকারি সাহায্য পেলে সুবিধা হয়।” কোন্নগর পুরসভার (Konnagar Municipality) চেয়ারম্যান স্বপন দাস এই প্রসঙ্গে বলেন, “শুনেছি ছেলেটি দারুণ যোগাসন করে। সোমনাথ আমাদের শহরের গর্ব। অনেক পদক পেয়েছেন উনি। পুরসভার তরফে আগামী দিনে যে কোনও সমস্যায় আমরা সোমনাথের পাশে থাকার চেষ্টা করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *