Ration Shop : আগুনে দিলেই প্লাস্টিকের মতো গলে যাচ্ছে রেশনের চাল! বনগাঁয় চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের – allegation against ration dealer of giving plastic rice in bangaon


রেশন দোকানের (Ration Shop) চালের মধ্যে প্লাস্টিকের চাল (Plastic Rice)! চালের মধ্যে প্লাস্টিকের মতো সাদা চাল দেখতে পেয়েছিলেন তাঁরা। সেই চাল আগুনে পোড়ালেই প্লাস্টিকের মতো গলে পড়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে। এরপরই এই চাল দেওয়ার অভিযোগে দোকানের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

 

ration shop agitation final

হাইলাইটস

  • রেশন দোকানের চালের মধ্যে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ
  • চাল পোড়ানোর পর তা গলে গলে পড়ছিল বলে অভিযোগ
  • এই চাল দেওয়ার অভিযোগে দোকানের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা
West Bengal News : রেশন দোকানের (Ration Shop) চালের মধ্যে প্লাস্টিকের চাল (Plastic Rice)! এমনই অভিযোগ তুললেন রেশন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে। রেশন গ্রাহকদের (Ration Dealer) অভিযোগ, এদিন তাঁরা রেশন নিতে গেলে রেশন দোকান থেকে যে চাল (Rice) দেওয়া হয় সেই চালের মধ্যে সাদা সাদা এক ধরনের চাল তাঁরা দেখতে পান। সেই চাল দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁদের। এরপর সেই চাল তাঁরা আগুনে পুড়িয়ে দেখেন। তখনই সেই চাল প্লাস্টিকের মতো গলে পড়ছিল বলে অভিযোগ। এর পরই রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা। Ration Card Benefits: রেশন কার্ডধারীদের জন্য বড়সড় সুখবর! পাওয়া যাবে অনেকটা বেশি চাল, গম
ঠিক কী হয়েছিল?
রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল। তার মধ্যে ছিল চালও। সেই চালও নেন গ্রাহকরা। আর ঠিক সেই সময় চালের মধ্যে তাঁরা সাদা সাদা চাবলও দেখতে পান। স্থানীয়রা বলেন, তাঁরা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর। তাঁদের এই চাল দেখেও সন্দেহ হয়। সেটিকে প্লাস্টিকের চাল বলে আন্দাজ করেছিলেন। এরপর সেই সাদা রঙের চালগুলিকে একসঙ্গে নিীয়ে পুড়িয়ে দেখেন তাঁরা। অভিযোগ, সেই সময় ওই সাদা চালগুলি প্লাস্টিকের মতো গলে যাচ্ছিল বলে অভিযোগ। যদিও রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, বনগাঁ মার্কেট থেকে তাঁরা ওই চাল নিয়ে এসেছেন। এই বিষয়ে তাঁদের কোনও ধারণা নেই। রেশন ডিলার মধুসূদন রায় বলেন, “আমরা শুনেছি গ্রাহকরা এরকম অভিযোগ করেছেন। আমরাও মার্কেট থেকে যা চাল পেয়েছি সেই চালই সাধারণ গ্রাহকের দেওয়া হয়েছে।” Suvendu Adhikary : CAA বিরোধী মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়ব: শুভেন্দু
কটাক্ষ করেছে বিজেপি
ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুকদেব শিকারি বলেন, “গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” রেশন চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়ার অভিযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনার কটাক্ষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, “২০১১ সাল থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস রচনা হয়েছে। শুধু প্লাস্টিক চাল কেন প্লাস্টিক ডিম, প্লাস্টিক ডাল পাওয়া যাচ্ছে। এই সরকারের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না।” তবে এটাই প্রথমবার নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার প্লাস্টিকের চাল উদ্ধারের অভিযোগ সামনে এসেছিল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *