এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি (BJP) (BJP) ক্ষমতা আসবে। আর বিজেপি (BJP) আসলে আপনাদের ২ হাজার টাকা করে প্রতিমাসে দেবে। আজকে যারা রাস্তার পাশে তৃণমূলের পতাকা লাগাচ্ছেন। তার জন্য ৫০০ টাকা (Lakhi Bhandar)। তাতে কি সংসার চলে!” এখানেই শেষ নয়, এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও আক্রমণ শানান বিজেপি (BJP) সভাপতি। বলেন, “সাধারণ কর্মীর বউয়ের জন্য ৫০০ টাকা। আর নেতার বান্ধবীর জন্য কোটি কোটি টাকা, আবার কুকুরের জন্য ফ্ল্যাট। সবই আপনাদের টাকা মেরে।”
শাসকদলকে আক্রমণ করে সুকান্ত বলেন, “আগামীদিনে বিজেপি (BJP) সরকার গঠন করবে। আর যত কয়লা চোর, বালি চোর সব জেলের ভেতরে যাবে। একটাও বাইরে থাকবে না। সেই ব্যবস্থা করবে বিজেপি (BJP)। এই বিধানসভা এলাকায় গত বিধানসভার ২ মে-এর পর অনেক অত্যাচার করেছে তৃণমূল। এখানের বিধায়ক বলেছে, বিজেপি (BJP)র যে পতাকা লাগাবে, তার হাত কেটে দেবে।” হুঁশিয়ারির সুরে রাজ্য বিজেপি (BJP) সভাপতি বলেন,” এত ভয় জনগনকে? এত ভয় বিজেপি (BJP)কে। ডিসেম্বর মাসটা আসতে দিন। কে কার হাত কাটে, আমরা দেখব। অনেকে বলেছিল। তাদের অবস্থা এখন জেলের ভেতর হতে যাচ্ছে। আপনাদের অবস্থা কোথায় হচ্ছে ভেবে দেখুন।”
কথা প্রসঙ্গে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) নাম না করে তির্যকভাষায় আক্রমণ করেন সুকান্ত। তিনি বলেন,” আগামীকাল হয়তো এই মাঠে তৃণমূলের সভা হবে। অভিনেত্রী যুবনেত্রী আসবে। ওই যিনি শিবলিঙ্গে কী যেন পরিয়েছিলেন। ভগবান নিয়ে ছেলে খেলা করবেন না। যেখানে লাগানোর, সেখানে লাগান কাজে দেবে। ভগবান শিবকে এভাবে অপমান করবেন না। যারা হিন্দু ধর্মে, সংস্কৃতিতে সনাতন ধর্মে বিশ্বাস করেন। প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করবেন। হিন্দু ধর্ম বলে বেঁচে আছেন। অন্য কোন ধর্ম হলে, গলা নিয়ে নিত।”
আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে আসরে নেমেছে গেরুয়া শিবির। জেলায় জেলায় দলীয় সাংসদ থেকে বিধায়ক ও দলের চিত্রাভিনেতারা জনসংযোগ ও জনসভা শুরু করেছে। কোথাও চায়ে পে চর্চা তো কোথায় খেলার মাধ্যমে। তার সঙ্গে জেলাভিত্তিক ইন্ডোর কর্মী বৈঠক করছে গেরুয়া ব্রিগেড।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।