Uttar 24 Parganas News : আয়লার পর এক যুগ পার! ফের ঐতিহ্যের হাট শুরু সুন্দরবনে – after many years friday market started in sundarbans again


এক যুগ পর অবশেষে শুক্রবারের হাট পেলেন সুন্দরবনের (Sundarbans) বাসিন্দারা। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের (Hingalganj Block) কালিতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ পারঘুমটিতে গোমতী নদীর ধারে বহু যুগ ধরে হয়ে আসা ওই হাট বন্ধ করে দেওয়া হয়েছিল। আয়লা সুন্দরবনে আছড়ে পড়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল হাট। ফের হাট চালু হওয়ায় খুশি স্থানীয়রা।

 

sundarbans hut
হাট বসেছে সুন্দরবনে

হাইলাইটস

  • এক যুগ পর অবশেষে শুক্রবারের হাট পেলেন সুন্দরবনের বাসিন্দারা
  • আয়লা আছড়ে পড়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল হাট
  • ফের এই হাট শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা
West Bengal News : এক যুগ পর অবশেষে শুক্রবারের হাট পেলেন সুন্দরবনের (Sundarbans) বাসিন্দারা। সুন্দরবনের সাধারণ মানুষের মিলন ক্ষেত্র হল হাট। বিভিন্ন ব্যবসায়িক জিনিষের বিকিকিনির মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মধ্যে এক সুসম্পর্ক তৈরি হয় এই হাটের মাধ্যমে। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের (Hingalganj Block) কালিতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ পারঘুমটিতে গোমতী নদীর ধারে বহু যুগ ধরে হয়ে আসা ওই হাট বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০০৯ সালের আয়লার পর থেকেই সেই হাট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও একাধিক প্রাকৃতিক দুর্যোগের (Cyclone) দেখা মিলেছে সুন্দরবনে। কখনও আমফান, আবার কখনও বুলবুল ও ইয়াসের মত প্রাকৃতিক দুর্যোগের জেরে নাজেহাল হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। আর তার জেরেই এই প্রাচীন এই হাট আর শুরু করা সম্ভব হয়নি। Duttapukur : সরকারি উদ্যোগে পাকা হল রাস্তা, খুশি দত্তপুকুরের বাসিন্দারা
ফের চালু হাট
জানা গিয়েছে, ১৯৭১ সালে প্রথম এক বিঘা জমির উপর বসেছিল ওই হাট। কিন্তু, তারপর থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল হাট। তবে এবার তা নিজেদের উদ্যোগে চালু করলেন গ্রামের বাসিন্দারা। হাট বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পড়েছিলেন এই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। “শুক্রবারের হাট” নামে পরিচিত এই বিখ্যাত হাটটিতে একসময় প্রচুর মানুষের আনাগোনা ছিল। প্রাকৃতিক দুর্যোগের ফলে সুন্দরবনের শেষ প্রান্তের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ধীরে ধীরে এই হাট তার অস্তিত্ব হারাতে শুরু করে। বর্তমানে চলতি বছরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নতুন কমিটি তৈরি করে এই শুক্রবারে হাট আবারও চালু করা হল। Uttar 24 Pargana : বর্ষা গেলেও বেহাল দশা রাস্তার, চরম দুর্ভোগে ছোট জাগুলিয়া গ্রাম বাসিন্দারা
কী কী মিলছে হাটে?
এই হাটের আসল নাম দক্ষিণ পারঘুমটি বিবেকানন্দ বাজার হলেও স্থানীয় বাসিন্দারা তাকে শুক্রবারের হাট নামেই চেনেন। আর ফের ঐতিহ্যবাহী এই হাট চালু হওয়ায় খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ সহ ক্ষুদ্র ব্যবসায়ীরাও। হাটে মিলছে শাক-সবজি, মাছ ও মুদিদ্রব্য থেকে শুরু করে জামা কাপড় এমনকী রকমারি মিষ্টিও। স্থানীয় কালীতলা গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তি মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মণ্ডল, হেমনগর কোস্টাল থানার ওসি মৃণাল রায় ও কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডল সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পুনরায় হাট চালু করার উদ্বোধনী অনুষ্ঠানে। Behula River : প্রাণ ফিরে পেল বেহুলা নদী! তৎপর ব্লক প্রশাসন
পরবর্তীকালে কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে ফের এই হাট বন্ধ না হয় সে দিকে নজর হবে বলেও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে ঐতিহ্যবাহী শুক্রবারের হাট ফিরে পেয়ে খুশি সুন্দরবনবাসীরা

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *