কাপ যুদ্ধে টিকে থাকার সেলিব্রেশন! সাজঘরে উদ্দাম নাচলেন, গাইলেন মেসি


জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো:  একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেখান ঠেকে রাজার মতো প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর তাঁর সোনায় বাঁধানো পা থেকেই ফের চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) ভেসে উঠল আর্জেন্টিনা (Argentina)। মোক্ষম সময় তাঁর বাঁ-পা জাদু দেখাল। মেসি গোল করলেন। আবার ৮৭ মিনিটে মেক্সিকোর (Mexico) জালে বল জড়িয়ে দলের জয়কে ২-০ করে দিলেন তরুণ এনজো হার্নান্ডেজ (Enzo Fernandez)। সেই গোলও এল মেসির পাস থেকেই। আর তাই তো ম্যাচ শেষ হতেই ‘এল এম টেন’-কে (LM 10) দেখা গেল একেবারে ফুরফুরে মেজাজে। ড্রেসিংরুমে ফিরে গিয়ে খালি গায়ে উদ্দাম নাচলেন। গান গেয়ে উঠলেন নীল-সাদা বাহিনীর মহাতারকা। মেসিদের নাচ-গানের সেই ভিডিয়ো স্বভাবতই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। 

ম্যাচের শেষে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘আজ থেকে আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হল। কারণ, আমরা জানতাম, দুটি ম্যাচ জিতেই আমাদের পরের পর্বে যেতে হবে। আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হয়েছি, তবে আমরা এ নিয়ে সতর্ক যে প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আরও একটি ধাপ পেরোতে হবে।’ 

আরও পড়ুন: FIFA World Cup 2022, ARG vs MEX: ‘ম্যাগনিফিসেন্ট মেসি’-র বিশ্বমানের গোল, অপমানের জবাব দিয়ে কাপ যুদ্ধে বেঁচে রইল আর্জেন্টিনা

আরও পড়ুন: FIFA World Cup 2022: কাপ যুদ্ধে নতুন ‘জীবন’ পেয়ে কী বললেন লিওনেল মেসি? জেনে নিন

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: কাপ যুদ্ধের মঞ্চে কোন নতুন নজির গড়লেন মেসি? জানতে পড়ুন

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: সোনালি বুটজোড়া পরে বিশ্বকাপ মাতাচ্ছেন মেসি, জেনে নিন এই জুতোর কী বিশেষত্ব?

প্রথমার্ধে তিনি যে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেটা মেসিরও জানেন। তাই দলের অধিনায়ক যোগ করলেন, ‘ম্যাচটি জেতা খুবই কঠিন ছিল। কারণ, মেক্সিকো খুবই ভালো খেলেছে। কোচ টাটা মার্টিনো দুর্দান্ত এবং তাঁর জন্যই আমাদের কাজ কঠিন হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি হাই প্রেসিং ফুটবল খেলেছি। আর সেইজন্য জোড়া গোলে জয় পেলাম।’  

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবে মেক্সিকোর বিরুদ্ধে এই তাঁর এবং দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেটা মনে করিয়ে দিয়ে মেসি ফের বলেন, ‘আমরা এখন হাল ছাড়তে পারি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আমাদের আর কোনও ভুল করা যাবে না। প্রথম ম্যাচে আমাদের অনেক ক্ষতি হয়েছে। কারণ আমরা সেদিন ভালো খেলিনি। তবে সেই অতীত ভুলে এবার পারফর্ম করে যেতে হবে।’ 

 

এই জয়ে চলতি বিশ্বকাপে মেসিদের আশাও ভালোভাবেই বেঁচে থাকল। ১ ডিসেম্বর মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের সামনে রবার্ট লেওনডস্কির (Robert Lewandowski) পোল্যান্ড (Poland)। সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই প্রি কোয়ার্টার ফাইনাল পাকা হয়ে যাবে। শনিবারের ম্যাচ জেতার পর থেকে মেসি নিজেও মনে করতে শুরু করেছেন যে, তাঁদের জন্য বিশ্বকাপটা সবে নতুন করে শুরু হল। সেই সঙ্গে প্রথম লক্ষ্যটি অর্জনের পর এখন ধাপে ধাপে এগোতে হবে বলেও মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *