Dakshin 24 Pargana : মোবাইলে আসক্তি! মায়ের সামান্য বকুনিতে চরম সিদ্ধান্ত ছেলের – unexpected incident happened with school boy at namkhana


West Bengal News মায়ের বকুনি জের। চরম সিদ্ধান্ত ছেলের। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক নাবালকের দেহ উদ্ধার। মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানায় (Namkhana)। মৃত স্কুল ছাত্রের নাম দুরন্ত দাস (১৪)। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ (Namkhana Police Station)।

Mobile Addiction : মোবাইল ফোনে আসক্তি, মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কিশোর
স্থানীয় সূত্রে খবর, মায়ের বকুনির কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক স্কুল পড়ুয়া। দুরন্ত দাস নামে ওই যুবক দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত দেবনগর পূর্ব পাড়ার বাসিন্দা। দাস দম্পতির বছর ১৪ বছরের সন্তান দুরন্ত নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। দুরন্ত দেবনগর মোক্ষদা দিন্ডা হাই স্কুলের (Debnagar Mokshada Dinda H.S School) সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। পড়াশুনা মধ্যমানের হলেও মোবাইল আসক্তি ছিল ওই নাবালকের। শনিবার সকাল বেলা ঘরের শৌচালয় থেকে ওই নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

South 24 Parganas News : গলায় ঢুকল লোহার রড! ছাদ থেকে পা পিছলে মর্মান্তিক মৃত্যু যুবকের
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে মোবাইলে আসক্তি থাকার কারণে গতদিন সকাল বেলা দুরন্তর মা দুরন্তকে সামান্য বকাবকি করে। তারপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পর দুপুরবেলা হঠাৎ ঘরে কোথাও দুরন্তকে দেখতে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুটো নাগাদ পরিবারের লোকজন বাড়ির পেছনে থাকা শৌচালয়ে গিয়ে দেখে শৌচালের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছে দুরন্ত। তড়িঘড়ি দুরন্তকে উদ্ধার করে দ্বারিকনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা দুরন্তকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় নামখানা থানায়। মোবাইলে আসক্তি থাকায় ভয়ঙ্কর হয়ে উঠছে পরবর্তী প্রজন্মের কাছে ? স্থানীয় এক বাসিন্দা বলেন, ” মোবাইলটার জন্যে আগামী প্রজন্মটা উচ্ছন্নে যাচ্ছে। বাবা, মা, পরিবারের লোকজনের সঙ্গে সময় না কাটিয়ে মোবাইলের মধ্যেই ঢুকে পড়ছে ছেলেমেয়েরা। যে কারণে এই পরিণতি। ঠুনকো আঘাত সহ্য করতে পারছে না ওরা। সামান্য বকুনিতেই এমন সিদ্ধান্ত নিল। খুবই দুর্ভাগ্যজনক।”

Nadia News : ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হরিণঘাটায়, কারণ ঘিরে রহস্য
ওই নাবালকের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের (Kakdwip Sub Divisional Hospital) মর্গে। পাশাপাশি গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে নামখানা থানার পুলিশ। মাত্র ১৪ বছরের তরতাজা একটি প্রাণ শৈশবের চরম সিদ্ধান্তে শূন্য করল বাবা মায়ের কোল। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকোস্তব্ধ গোটা এলাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *