দুর্ঘটনার ফলে EM Bypass-এ বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিকদের অনুমান দ্রুত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছে। ব্রেক ফেলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা। এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে উল্টোডাঙা ট্রাফিক গার্ড।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিভাইডারে ধাক্কা মারা গাড়িটির গতি যথেষ্ট বেশি ছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে তাকিয়ে দেখি একটি গাড়ি ডিভাইডারে উঠে গিয়েছে। কয়েকজন মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন।”
রবিবারের শহরে আরও দুটি দুর্ঘটনা ঘটেছে। EM Bypass-র পর গিরীশ পার্ক (Girish Park) ও ধর্মতলায় (Dharmatala) দুর্ঘটনা ঘটেছে। গিরীশ পার্কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। জোড়াসাঁকোর (Jorasanko Thakurbari) গেটের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনগ্রস্থ দুটি গাড়ি গিরীশ পার্ক থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অন্যদিকে ধর্মতলায় রাজভবনের (Raj Bhavan) সামনে বেসরকারি বাস (Private Bus) ও মিনিবাসের সংঘর্ষে আহত হয়েছেন এক যাত্রী। ছুটির দিন শহরের একের পর এক এক দুর্ঘটনা নিঃসন্দেহে শহরবাসীর আশঙ্কা বাড়াবে।
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… কলকাতার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল।