Enzo Fernandez: চোখ ধাঁধানো গোলেই লাইম লাইটে তিনি, কে এই এনজো ফার্নান্ডেজ? রইল পুরো বায়োডেটা| Who is Enzo Fernandez


জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: যে লুসেল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে (Argentina vs Saudi Arabia) ১-২ হেরে, আর্জেন্টিনা বিশ্বকাপের অভিযান শুরু করেছিল, সেই অঘটনের লুসেলেই শনিবার দুরন্ত প্রত্যাবর্তন করল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা। এদিন মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে, নক-আউটের রাস্তায় অনেকটাই এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা। 

আরও পড়ুন, FIFA World Cup 2022, ARG vs MEX: ‘ম্যাগনিফিসেন্ট মেসি’-র বিশ্বমানের গোল, অপমানের জবাব দিয়ে কাপ যুদ্ধে বেঁচে রইল আর্জেন্টিনা

৬৪ মিনিটে মেসির অসাধারণ প্লেসিংয়ে দুরন্ত গোল দেখে যেমন, সকলেই বলে উঠলেন ‘মেসি ম্যাজিক’, তেমনই ৮৭ মিনিটে এনজো ফার্নান্ডেজের ( Enzo Fernandez) গোল দেখে চোখ কপালে উঠল। মেসির পাস থেকে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে টপ কর্নার দিয়ে যে, গোল এনজো করলেন, তা মনে রাখবে ফুটবলবিশ্ব। ওচোয়ার মতো মহাতারকা গোলরক্ষকও কিছু করতে পারেননি।

বুয়েনস আইরেসের সেন মার্টিনে জন্মানো এনজো নীল-সাদা জার্সিতে (সিনিয়র টিম) অভিষেক করেন চলতি বছরেই। পরিবর্ত হিসাবে হন্ডুরাসের বিরুদ্ধে নেমেছিলেন। আর্জেন্টিনা ৩-০ গোলে সেই ম্যাচ জিতেছিল। এনজো দেশের হয়ে অনূর্ধ্ব-১৮ খেলেছেন মেসিদের সঙ্গে খেলার আগে। মেক্সিকোর বিরুদ্ধে মরণ-বাচঁন ম্যাচ ছিল তাঁর জীবনের পঞ্চম আন্তর্জাতিক আউটিং। 

মারাদোনার দেশের বিখ্যাত ক্লাব রিভার প্লেট, সেখানকার অ্যাকাডেমি গ্র্যাজুয়েট এনজো। ২০১৯ সালে সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেন। এরপর দুই মরসুমের জন্য লোনে চলে যান আর্জেন্টিনার অপর ক্লাব ডিফেনসা ওয়াই জাস্টিসের হয়ে খেলতে। সেখানে গিয়ে জেতেন কোপা সুদামেরিকানা ও রিকোপা সুদামেরিকানা। ২০২১ সালে রিভার প্লেটে ফিরে আর্জেন্টাইন প্রিমিয়র ডিভিশন খেতাব জেতেন এনজো। হয়ে ওঠেন ক্লাবের অবিচ্ছেদ্য অঙ্গ।

আরও পড়ুন, Kylian Mbappe and Lionel Messi: পাওয়ার ও স্কিল মিশিয়ে মাত্র ২৩ বছর বয়সে মেসির রেকর্ডে থাবা বসালেন এমবাপে

২০২২ সালে এনজো চলে আসেন পর্তুগালে। পর্তুগিজ প্রিমিয়র লিগ দল বেনফিকাতে নাম লেখান। ১৩ ম্যাচে এখনও পর্যন্ত একটি মাত্র গোলই এসেছে তাঁর পা থেকে। চলতি বিশ্বকাপে এনজো যে দলের তুরুপের তাস, তা আজই বুঝিয়ে দিলেন স্কালোনি। নজর থাকবে এই তরুণ প্রতিভার দিকেও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *