রবিবার কাঁথির কেনেলপাড় এলাকায় ভবতারিণী মন্দির চত্বরে সকালে কর্মীদের নিয়ে চা চক্রে অংশগ্রহণ করেন কুণাল। সেখানেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “শান্তিকুজ্ঞে যে মহিলা সদস্যরা আছেন, তাঁদের কাছে গিয়ে বলুন, এতদিন তো দিদির পরিবারে ছিলেন। দিদির শ্রদ্ধায়, ভালোবাসায় ভীষ্মকে কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন। তাঁর ভালোবাসায় সবাই MP, MLA, পর্ষদের চেয়ারম্যান হয়েছেন। কিন্তু এটা ঝগড়ার বিষয় নয়। এটা বোঝানো। যদি দেখা করতে না চান চাইবেন। কিন্তু আপনাদের চেষ্টার যেন ত্রুটি না থাকে।” অধিকারী বাড়ির মহিলাদের নিয়ে যদিও তাঁর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়।
কুণাল বোঝান, “এর মধ্যে কোনও ঝগড়া নেই, কোনও কটাক্ষ নেই, এটি একটি কর্মসূচি।” সঙ্গে তিনি এও বলেন, “তাঁরা আমাদের দলের প্রতীকে নির্বাচিত। ফলে আমাদের দলের মহিলা কর্মীরা বা বঙ্গজননী যদি তাঁদের সঙ্গে দেখা করতে চান, তাহলে কী অন্যায় আছে? তাঁরাও তো কাঁথির মহিলা এবং সম্মানীয়।”
এদিনের চা চক্র থেকে বাম শিবিরকেও কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। BJP তৃণমূল সম্পর্ককে ‘শাশুড়ি বৌমার’ সম্পর্ক বলে কটাক্ষ করেছিলেন CPIM নেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল বলেন, ‘সূর্যকান্তের বয়স হয়েছে।’ ওঁর এবার অবসর নেওয়ার সময় হয়েছে বলে কটাক্ষ কুনালের। বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো। কোনও ছেলে যদি ছুরিও মারে, মা কিন্তু ছেলের দিকে তাকিয়ে বলে আয়ুষ্মান ভব। সেই উদারতা দেখিয়েছেন। শুভেন্দু গিয়েছেন। জ্যোতিবাবুর সঙ্গে সিদ্ধার্থশঙ্কর রায়, ইন্দিরা গান্ধীদের ভালো সম্পর্ক ছিল। এগুলো একটা দায়িত্ব জ্ঞানহীন কথা।”