Taimur-Jeh: বার্থডে পার্টির মধ্যমণি তৈমুর-জেহ! – taimur and jeh is the middle of attraction in a birthday party


poulomi.nath | EiSamay.Com | Updated: 27 Nov 2022, 5:13 pm

Embed

রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) আর জেনেলিয়া ডিসুজার (Genelia D’souza) ছেলের বার্থডে পার্টি। সেখানে আমন্ত্রিত অন্যান্য স্টার কিডরা। আর সেই তালিকায় দুই ফেমাস স্টার কিড তৈমুর-জেহ (Taimur-Jeh) থাকবে না তাও আবার হয় নাকি! কভি নেহি। ন্যানিদের সঙ্গে বার্থডে পার্টিতে পৌঁছে গেল দুই নবাব পুত্তর। তার কিছুক্ষণ পরেই অবশ্য মেয়ে ইনায়াকে নিয়ে সেই পার্টিতে পৌঁছালেন সোহা আলি খানও। বার্থডে পার্টি যে বেশ জমজমাট তা আলাদা করে বলার অপেক্ষা রাখে কি?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *