Trinamool Congress : দলনেত্রী সতর্ক করার পরেও কোন্দল অব্যাহত, মতিরুল খুনে ফের বেআব্রু শাসকদল – again inner clash of nadia trinamool congress for matirul death case


West Bengal News নদিয়ার তৃণমূল নেতা মতিরুলের ঘটনায় তৃণমূলের গলার কাঁটায় ক্ষত আরও গভীর হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে চূড়ান্ত গোষ্ঠী কোন্দলের বেআব্রু চেহারা। মহাপ্রভু চৈতন্য দেবের জেলায় শাসক দলের একাধিক গোষ্ঠীর দড়ি টানাটানির খেলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) এলোমেলো ডিফেন্স লাইনে বিরোধীরা হাসতে হাসতে দু – চার গোল দিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূলের একাংশ।

Mahua Moitra : গোষ্ঠী কোন্দল নয়, নদিয়ার তৃণমূল নেতার খুনে ‘ব্যক্তিগত আক্রোশ’ দেখছেন মহুয়া
ভাগরথীর তীরের এই মায়াপুরীতে (Mayapur) ঘাসফুল শিবিরে কাদা ছোঁড়াছুঁড়ির ঘটনা নতুন নয়। চলতি মাসের শুরুতেই জেলা সফরে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টভাবে জানিয়ে দেন ঝগড়াঝাটি করলে ‘পার্টিতে স্থান দেওয়া হবে না’। কিন্তু, তা আর হলো কই? গত সপ্তাহে মুর্শিদাবাদের নওদার শিবনগর এলাকায় খুন হন নদিয়ার (Nadia) নারায়ণপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা বিশ্বাসের স্বামী মতিরুল। তিনি নিজেও করিমপুর-২ ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। এরপর থেকেই দুই গোষ্ঠীর বিবাদের পারদ ঊর্ধ্বমুখী। ঝুলি থেকে বেরিয়ে আসে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার সঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সহ রাজকুমার এবং নওদার ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখের অহি-নকুল সম্পর্কের কথা।

Murshidabad Murder Case : খুনের পর থেকেই ‘নিখোঁজ’ নদিয়ার তৃণমূল নেতার দেহরক্ষীরা? মতিরুল-হত্যায় চাঞ্চল্যকর তথ্য
প্রয়াত নেতার মৃত্যুর পর তাঁর বাড়িতে যান সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra), রাজ্যের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল সভাপতি কল্লোল খাঁ। কিন্তু তাতেও মেটেনি দ্বন্দ্ব। জেলা সফরেই মুখ্যমন্ত্রী কোন্দলে দাঁড়ি টানতে মহুয়াকে জেলার কো অর্ডিনেশন কমিটির মাথায় বসান। মতিরুলের মৃত্যুর পর এটা যে ‘ঝাল ঝাড়ার’ জায়গা সেটাও স্পষ্ট করে দেন মহুয়া। কিন্তু তাতেও চিড়ে ভেজে নি। এরই মধ্যে বিধায়ক তাপস সাহা টিনা ভৌমিক সাহা সম্পর্কে বলেন ‘আসুক গ্রামে ঢুকলে ছাল ছাড়িয়ে দেবে’। বিধায়ক তাপস সাহা (Tapas Saha) সরাসরি আঙুল তুলেছেন, “টিনা ভৌমিক দীর্ঘ দিন ধরে মতিরুল ও মিঠুকে খুনের চক্রান্ত করছে। ইটভাটা-সহ বেশ কিছু চাষের জমি অবৈধ ভাবে কব্জা করে রেখেছেন টিনা। অবিলম্বে ওকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।” পালটা টিনা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা থেকে অভিযোগ তুলে ধরা হচ্ছে। এই চক্রান্তের মূল কাণ্ডারী বিধায়ক তাপস সাহা বলেই জানান টিনা।

Murshidabad News: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূল নেতাকে গুলি করে খুন, নেপথ্যে দলীয় কোন্দল?
সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই যে গ্রাম দখলের আসল হাতিয়ার হবে সেটাই জেলা সফরেই দলীয় নেতা-কর্মীদের সামনে স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। এমনিতেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার মৈত্রের সঙ্গে বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের সম্পর্ক ভাল নয় বলেই রাজনৈতিক মহলের খবর। অন্য দিকে, প্রাক্তন মন্ত্রী রত্না কর ঘোষের সঙ্গে প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহ এবং তাঁর পুত্র শুভঙ্কর সিংহের বিরোধও প্রকাশ্যে এসেছে একাধিকবার। তারপরেও এহেন প্রকাশ্য বাদানুবাদ যে দলেরই ক্ষতি করছে তা স্বীকার করে নিচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, “মতিরুল মারা যাওয়ায় আমাদের অপরিসীম ক্ষতি। তার থেকেও আরও ক্ষতি হচ্ছে একাধিক পদাধিকারী প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে এভাবে মুখ খোলায়। দলের শীর্ষ নেতৃত্বের শীঘ্রই বিষয়টাতে লাগাম দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *