Uttar 24 Pargana : বালি বোঝাই লরির চাকা বসে গেল রাস্তায়, ব্যাপক যানজট বাগদা রাজ্য সড়কে – heavy traffic jam on baghdad state road for lorry loaded with sand site


West Bengal News নির্মীয়মাণ কালভার্টে বালির লরি ডেবে গিয়ে বিপত্তি। ব্যাহত যান চলাচল। রবিবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বাগদা ব্লকের হেলেঞ্চা ব্লকে। যাত্রী সমস্যার জেরে সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Dakshin 24 Pargana : হস্টেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট ১০ ছাত্রী, ওয়ারিংয়ের তার থেকে দুর্ঘটনা!
স্থানীয় সূত্রে খবর, বনগাঁ-বাগদা রাজ্য সড়কের (Bongaon-Bagda State Highway) উপর হেলেঞ্চাতে পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট নির্মাণের কাজ হচ্ছে। এই কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে গত ২-৩ মাস আগে। কালভার্টের এক পাশের কাজ সম্পূর্ণ হওয়ার পরে অন্যপাশের কাজ শুরু হয়। কালভার্টের যেদিক মেরামতি করা হয়, সেইদিক থেকে ইতিমধ্যে যান চলাচল শুরু করে দেওয়া হয়েছে। আর সেখানেই ঘটে বিপত্তি। এদিন সকাল থেকে আরেক অংশের কাজ শুরু হওয়ার পরেই নতুন অংশের উপর দিয়ে বাগদার দিকে যাওয়ার সময় একটি বালি বোঝাই লরি ডেবে যায়। ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ (Bagda Police Station)। পরে পুরনো অংশের উপর দিয়েই নতুন করে যান চলাচল শুরু করা হয়।

Road Accident : পশ্চিম মেদিনীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ১, জখম একাধিক
স্থানীয় মানুষের দাবি, কালভার্ট এর কাজ ধীরগতিতে করার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। তাঁদের কথায়, কালীপুজোর আগে ওই কালভার্টের একটি অংশ কোনওরকমে নির্মাণ করে যান চলাচল শুরু করে দেওয়া হয়। কালভার্ট তৈরির সময় নিচে দিকে মাটি ফেলা হয়। নরম মাটি থাকায় বসে গিয়ে এই বিপত্তি ঘটে বলেই মনে করছেন তাঁরা। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক সঞ্জীব বিশ্বাস বলেন, “এখানে একটি কালভার্টের একটি অংশ ভেঙে রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল। সেই সময় একটি বালি গাড়ি বসে গিয়ে বিপত্তি হয়। গাড়িটি ধীরে ধীরেই যাচ্ছিল। কালভার্টের তলায় নরম মাটি মনে হয় বসে যায়। আমরা বাইপাস রাস্তা করে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “তিন চার মাস ধরে এখানে কাজ চলছে। এঁদের কাজের গাফিলতি রয়েছে। কাজে ফাঁকি দিচ্ছে বলেই এরকম অবস্থা। সেই কারণে আজ একটি গাড়ি যেতে গিয়ে বসে যায়।”

Uttar 24 Pargana : বর্ষা গেলেও বেহাল দশা রাস্তার, চরম দুর্ভোগে ছোট জাগুলিয়া গ্রাম বাসিন্দারা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন করা উচিত। কালভার্ট নির্মাণের সময় নিশ্চয় কোনও গাফিলতি ছিল, যে কারণে গাড়িটি বসে যায়। আরেকটু হলে আরও বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় প্রশাসনের উদ্যোগে সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *