Weather Today At My Location : নজির গড়ার নভেম্বরে দার্জিলিং-পানাগড় ১০ – alipur weather report kolkata lowest temperature recorded this week


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 27 Nov 2022, 12:55 pm

17.6 ডিগ্রি সেলসিয়াস থেকে ফের প্রায় এক ডিগ্রি কমে শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডার নিরিখে নভেম্বরের শেষ সপ্তাহ এখনও পুরোনো অভ্যেস ছাড়তে পারেনি। প্রায় একশো বছর আগে 1923-এর 25 নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 12.7 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরে হাওয়া অফিস (Alipur Weather Report) তৈরির পর থেকে এটাই নভেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা।

 

Kolkata Temperature
কলকাতা

হাইলাইটস

  • 17.6 ডিগ্রি সেলসিয়াস থেকে ফের প্রায় এক ডিগ্রি কমে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াসে।
  • প্রায় একশো বছর আগে 1923-এর 25 নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 12.7 ডিগ্রি সেলসিয়াসে।
  • আলিপুরে হাওয়া অফিস তৈরির পর থেকে এটাই নভেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা।
এই সময়: ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ফের প্রায় এক ডিগ্রি কমে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডার নিরিখে নভেম্বরের শেষ সপ্তাহ এখনও পুরোনো অভ্যেস ছাড়তে পারেনি। কোনও একদিন বেলা বাড়লেই হালকা ঘাম আবার পরদিনই হঠাৎ করে ফের তাপমাত্রা নেমে গিয়ে উপভোগ্য ঠান্ডা – নভেম্বরের শেষ সপ্তাহে এমন নজির নেহাত কম নেই। প্রায় একশো বছর আগে ১৯২৩-এর ২৫ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। সেই সময়ের সংবাদপত্রে সেই খবর ছাপাও হয়েছিল। মৌসম ভবনের পেশ করা তথ্য বলছে, ১৯২৩ এর ওই ঘটনা ব্যতিক্রমী নয়। মহানগরে নভেম্বরের রেকর্ড ঠান্ডা পড়ার ঘটনাটিও শেষ সপ্তাহেই হয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড বই বলছে ১৮৮৩-এর ২২ নভেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে হাওয়া অফিস তৈরির পর থেকে এটাই নভেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা।

Winter 2022 : রবিবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা, কবে থেকে থিতু হবে ঠান্ডা?
সর্বনিম্ন তাপমাত্রার এই রেকর্ড বাদ দিলেও নভেম্বরে পারদের নজির গড়া পতন ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই ঘটেছে। ১৯৮২-এর ৩০ নভেম্বর ১২.২ ডিগ্রি, ১৯৮১ এবং ১৯৭০ এর ২৬ নভেম্বর যথাক্রমে ১৩ এবং ১৩.২ ডিগ্রি, ১৯৮৫-র ৩০ নভেম্বর তাপমাত্রার ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া এমনই কিছু নজির। চলতি বছরেও নভেম্বর শেষ হতে এখনও তিন দিন বাকি। এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৫ ডিগ্রিতে। যে ভাবে উত্তর পশ্চিমের শুকনো ও ঠান্ডা বাতাস অবাধে ঢুকছে দেশে, তাতে শীতের আমেজ কাটার আশঙ্কা নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা পুরোনো রেকর্ডের কাছে যাবে কিনা, সে দিকেই নজর রাখছেন আবহবিদরা।

Kolkata Temperature : ভাঙল ৫ বছরের রেকর্ড, কলকাতায় শীতলতম নভেম্বর
তবে শুধু কলকাতা কেন, ঠান্ডার নিরিখে হাড্ডাহাড্ডি লড়াই চলছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের। গত কয়েকদিন উত্তরবঙ্গের সমতলকে টপকে যাচ্ছিল দক্ষিণের বিশেষ করে পশ্চিমদিকের জেলাগুলি। শনিবার আবার দার্জিলিং, গ্যাংটককেও কড়া ট্যাকলে নেমেছে দক্ষিণের পানাগড়। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, গ্যাংটকে ১০.৯ ডিগ্রি। সেখানে পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া (১২.১) শ্রীনিকেতন (১২.৮), বিষ্ণুপুরে (১৪.৩) মতো পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকলেও এই তাপমাত্রা আরও একটু কমার সম্ভাবনা থাকছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *