Winter In Kolkata: হিমেল স্পর্শে জবুথুবু বাংলা, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত? – west bengal winter update temperature raise one degree on sunday but soon weather will changed as says on forecast


নভেম্বরের শেষ সপ্তাহে হিমেল স্পর্শে জবুথুবু বাংলা। শনিবার খানিক পারদ পতন হলেও ফের এক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। রবিবাসরীয় সকালে শিরশিরে হাওয়ার স্পর্শে রাজ্যবাসী এখন উষ্ণতার খোঁজে। চলতি সপ্তাহেই নভেম্বরের শীতলতম দিনের সাক্ষী হয়েছে বাংলা। হিমেল হাওয়ার টি-টোয়েন্টি ইনিংস জানান দিচ্ছে দ্রুত হাড়কাঁপানো ঠান্ডা নিয়ে ক্রিজে নামতে চলেছে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আর সেই নিম্নমুখী পারদ। যদিও পারদ পতন এখনও নিরবিচ্ছিন্ন নয়। সেজন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা।

Winter 2022 : রবিবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা, কবে থেকে থিতু হবে ঠান্ডা?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Kolkata Weather Update)?

শুক্রবারের পর শনিবার তাপমাত্রা কমলেও রবিবার ফের এক ডিগ্রি বাড়ল পারদ। শনিবার পারদ ১৬-এর ঘরে ঘোরাফেরা করলেও রবিবার এদিন তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে দাঁড়িয়ে ১৭। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি। গত বৃহস্পতিবার রাজ্যে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৭.৬ ডিগ্রিতে। শনিবার তাপমাত্রা প্রায় এক ডিগ্রি কমে দাঁড়ায় ১৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।

Kolkata Temperature : ভাঙল ৫ বছরের রেকর্ড, কলকাতায় শীতলতম নভেম্বর

কেমন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া? (North Bengal Weather)

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই এখন শীতের আমেজ। তবে সাধারণ মানুষের আশঙ্কা ,নতুন কোনও নিম্নচাপ কি রাজ্যে শীত প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে? এই বিষয়ে অবশ্য স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধে। তাই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার রাজ্যে প্রবেশে কোনও বাধা থাকছে না। বাতাসের গতিপথ সাগর অভিমুখে রয়েছে। ফলে বাধাহীনভাবে উত্তর পশ্চিমের শীতল বাতাস প্রবেশ করতে চলেছে রাজ্যে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প ক্রমশ কমছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক ।

Poush Mela 2022 : ফোন-পুলিশও বিফলে, বৈঠক ডেকেও গরহাজির উপাচার্য! পৌষমেলা নিয়ে অনিশ্চয়তা

বাকি রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিহার, ওডিশা, ঝাড়খণ্ডের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় শৈত্য প্রবাহের সম্ভাবনা। আগামী দুদিন ওড়িশাতে সকালের দিকে থাকবে কুয়াশা । উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *