BSF : সীমান্তে উদ্ধার কেজি কেজি চুল, চাপড়া টু বাংলাদেশে সহজে চলত বেআইনি কারবার? – bsf seized 17 kg hair form nadia near bangladesh border


Border Security Force : সীমান্তে বেআইনিভাবে চুল পাচার আটকাল BSF। পাচারকারীদের ছক বানচাল করলেন BSF (Border Security Force) জওয়ানরা। রবিবার মধ্যরাতে বাংলাদেশ (Bangladesh) লাগোয়া নদিয়া সীমান্তের হৃদয়পুর এলাকায় চোরা চালানকারীদের একটি দলকে পাকাড়াও করে BSF। পাচারকারীদের ব্যাগ খুলতে অবাক হয়ে যান কর্তব্যরত BSF জওয়ানরা। চোরা চালানকারীদের থেকে ১৭ কেজি মানুষের চুল উদ্ধার করা হয়েছে। BSF সূত্রে জানা গিয়েছে, সীমান্ত দিয়ে চুলগুলি বাংলাদেশে পাচার করা ছক ছিল পাচারকারীদের। সেই সমস্ত চুল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া চুল চাপড়া থানার হাতে তুলে দিয়েছেন BSF আধিকারিকরা।

Bangladeshi Arrest : ঘর বাঁধতে কাঁটাতার পেরিয়ে এপারে, শ্রীঘরে ঠাঁই ‘প্রেমে পাগল’ ২ বাংলাদেশির
বিভিন্ন সময় BSF-র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তারা যে অতন্দ্রী প্রহরীর মতো সীমান্তকে রক্ষা করেন এই ঘটনায় আরও একবার তা প্রমাণিত। বর্ডার সিকিউরিটি ফোর্সের ৮২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছেন, সীমান্তকে রক্ষা করার জন্য BSF জওয়ানরা সবসময় সতর্ক রয়েছেন এবং সেই কারণেই চোরাচালানকারীরা সাফল্য পায় না।

Nadia News : সাইকেল নিয়ে মানুষের দরবারে ঘুরছেন নদিয়ার BSF জওয়ান সুজয়, কেন জানেন?
ভারত থেকে বাংলাদেশে গোরু, সোনা বা মাদক পাচারের কথা মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে জায়গা করে নেয়। এমনকী একাধিকবার ভারত-বাংলদেশ সীমান্তে (India-Bangladesh Border) নারী পাচারের ছক বানচাল করেছেন BSF। চুল পাচারের ঘটনা সচারচর শোনা না গেলে BSF আধিকারিকরা জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে চুল পাচার আটকানো তাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। BSF-র একটি সূত্র জানিয়েছে, গত এক বছরে সীমান্ত থেকে প্রচুর পরিমাণ চুল বাজেয়াপ্ত করা হয়েছে।

North 24 Parganas News : চিকিৎসা করাতে অনুপ্রবেশ, সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে BGB-র কাছে হস্তান্তর করল BSF
নদিয়া জেলার চাপড়া ব্লকে চুলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে অসংখ্য পরিবার। পরচুলা তৈরির জন্য বিদেশে চুলের ব্যাপক চাহিদা রয়েছে। অনেকেই তাই ওই জেলায় চুলের ব্যবসা করে স্বনির্ভর হয়েছেন। পরিসংখ্যান বলছে, নদিয়া জেলার কমবেশি ১০ হাজারের পরিবার চুলের ব্যবসার সঙ্গে যুক্ত। মূলত বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা চুল একত্রিত করে চিনে পাঠানো হয়। এই চুল মূলত পরচুলা বা উইগ তৈরি করতে কাজে লাগে। উইগ তৈরির কাজ মূলত চিনে হয়। আঁচড়ানোর সময় অনেকের মাথা থেকে চুল উঠে আসে। মহিলারা সেই চুল বাড়িতে জমিয়ে রাখেন। উপহারের বিনিময়ে তাদের থেকে চুল সংগ্রহ করেন ফেরিওয়ালারা। নদিয়ার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদেও চুল পাচারকারীদের একটি চক্র সক্রিয় রয়েছে। বাংলাদেশ হয়ে অনেক সময় এই চুল চিনেও যায়।

পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… নদিয়ার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *