FIFA World Cup 2022: বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করে শ্রীঘরে, সাম্বা ফিভারে আক্রান্ত বাঁকুড়ার চৌধুরী বাড়ি – brazil fan bankura chowdhury family paint their house with yellow green color and flag as fifa world cup 2022 starts


FIFA World Cup 2022 ভারত ফুটবল বিশ্বকাপে (Qatar World Cup 2022) খেলতে না পারলেও দেশের জনগণ বিভক্ত হয়ে যায় ব্রাজিল (Brazil), আর্জেন্টিনা (Argentina), জার্মানি, ইতালি সহ বিভিন্ন ফুটবল দলের সমর্থনে। তেমনই সাম্বা ফিভারে আক্রান্ত বাঁকু়ড়ার (Bankura News) চৌধুরী পরিবার। ফুটবল বিশ্বকাপের মহারণ এলেই চৌধুরী বাড়ি বদলে যায় হলুদ-সবুজ পতাকায়। এমনকি ব্রাজিল ফিভারের জেরে পুলিশের হাতে গ্রেফতারও হতে হয়েছে তাদের। তবুও বদলায়নি সাম্বাদের নিয়ে চৌধুরী বাড়ির পাগলামি (West Bengal News)।

চারবছর পর পর বিশ্বকাপ এলেই চোখের সামনে বদলে যায় চৌধুরী বাড়ি। দেওয়ালে দেওয়ালে তাদের তরফ থেকে লেখা হয় লেট আস সাপোর্ট ব্রাজিল (Let Us Support Brazil) । বিলি করা হয় জার্সি। এভাবেই বাঁকুড়ার ব্রাজিল (Brazil) বাড়ি উপভোগ করে ফুটবলের মহারণ। ব্রাজিলের অন্ধভক্ত কাকে বলা হয় একবার নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না।

Brazil vs Argentina : ‘আর্জেন্টিনা করতাম, বউয়ের চাপে এখন ব্রাজিল করি!’ ভাইরাল ভিডিয়ো দেখে হেসে খুন নেটপাড়া

সালটা ছিল ১৯৯৮, তখন ঘরে ঘরে সেই ভাবে ছিল না কেবল টিভি। সেই সময় থেকে বাঁকুড়ার এই বাড়ির ব্রাজিল উন্মাদনা শুরু হয়, তখনকার দিনে হলুদ জার্সিতে তুলির দিয়ে হাতে লেখা হয়েছিল সবকটি ব্রাজিলিয়ান প্লেয়ারের (Brazil Player) নাম। দুই দশক আগের সেই জার্সি আজ অক্ষত অবস্থায় রয়েছে বাঁকুড়ার এই বাড়িতে।

FIFA world Cup Qatar 2022 : ব্রাজিল অন্ত প্রাণ! লাখ লাখ টাকা ধার করে কাতারে বৈদ্যবাটীর পঙ্কজ

প্রতি চার বছর অন্তর ফুটবলের বিশ্বযুদ্ধ কখন শুরু হয় তার জন্য অপেক্ষা থাকে এই বাড়ির সদস্যরা। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার একপক্ষ আগে থেকে এই বাড়ির প্রত্যেকটা আনাচে-কানাচে মুড়ে ফেলা হয় হলুদ পতাকায়। ভারতীয় হয়েও সাম্বার দেশে মন পড়ে থাকে চৌধুরী বাড়ির। বাঙালির সেরা খেলা ফুটবল প্রেমী চৌধুরীরা সাম্বার জাদুতে মগ্ন।

FIFA World Cup 2022 : গায়ে ব্রাজিলের পতাকা! Football World Cup দেখতে কাতার রওনা ‘কালারফুল বয়’ মদনের

ব্রাজিল নিয়ে এমন পাগলামো একবার পৌঁছে দিয়েছিল শ্রীঘরে। চৌধুরী পরিবারের সদস্য বিশ্বজিত বাবু জানান, এখনকার প্রজন্মের মধ্যে হয়তো এই ধরনের উচ্ছ্বাস নেই কিন্তু তিনি যতদিন থাকবেন উচ্ছ্বাস কিন্তু চলবেই। ২০০৬ সালে এই উন্মাদনার চোটেই জুটেছিল কারাবাস। ঢাকঢোল পিটিয়ে গাড়িতে করে সারা বাঁকুড়া শহর জুড়ে ‘ব্রাজিল ব্রাজিল’ করে চিল্লিয়ে উচ্ছ্বাস মিছিল বার করেছিলেন তারা। অনুমতি ছাড়াই এমন মিছিলের কারণে পুলিশ গ্রেফতার করে তাদের। তবুও রোনাল্ডো-রোনাল্ডোনিহো-নেইমারের (Neymar) প্রতি কমেনি ভালোবাসা।

Calcutta Medical College: কাশলেই বাজছে বাঁশি! আর্জেন্তিনা সমর্থক খুদের অস্ত্রোপচারে অসাধ্য সাধন মেডিক্যালের

তবে এই বাড়িতে খেলা দেখার একটি নিয়ম আছে। ব্রাজিলের ম্যাচের সময় এই বাড়ির প্রত্যেকের একসঙ্গে বসে খেলা দেখার অলিখিত নিয়ম রয়েছে। এছাড়া বাইরের কেউ খেলা দেখতে এলেও তাদের চৌধুরী পরিবারের দেওয়া জার্সি পরেই খেলা দেখতে বসতে হয়। আবারও চার বছর পর শুরু ফুটবলের মহারণ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *