Hooghly News: নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালানোর মাশুল, শ্মশান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা – bike clashes with maruti in tarakeswar bpr road one life lost


Tarakeswar Mandir: মৃতদেহ সৎকার করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। হুগলি (Hooghly) জেলার তারকেশ্বরের (Tarakeswar) BPR রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ একটি বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলে পড়ে একজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত চারজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ (Tarakeswar Poilice Staion)। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর দুর্ঘটনায় আহত পিন্টু বাগকে (৪০) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত চারজনকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে (Arambagh Sub Divisional Hospital) স্থানান্তরিত করা হয়েছে।

Tarakeswar News : ছেলে ধরা সন্দেহে আটক ৬, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ তারকেশ্বরে
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত পিন্টু বাগ পিয়াসারায় গ্রামের বাসিন্দা। রবিবার রাতে মোটরবাইকের পিছনের সিটে আরও দু’জনকে বসিয়ে স্থানীয় শ্মশান থেকে মৃতদেহ দাহ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় মারুতি গাড়িতে করে এক অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। BPR রোড এলাকায় আসতে পিন্টুর মোটরবাইকটিকে সজোর ধাক্কা মারে মারুতি গাড়িটি। পিন্টুসহ বাইকের অন্যান্য আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। বাইকে ধাক্কা মারার পর ঘাতক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থাকা একটি দোকানে ধাকা মারে। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে। গাড়িটিকে তারকেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Hooghly News: মহিলাদের পাথর ছোঁড়ার অগিযোগে, তারকেশ্বরে গ্রেফতার ৯ BJP কর্মী
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তারকেশ্বর থানার পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা রাজু পাসওয়ান এই ঘটনা প্রসঙ্গে বলেন, “বাইকে তিনজন শ্মশান থেকে মৃতদেহ দাহ করে আসছিল, তখনই মারুতির সঙ্গে সংঘর্ষ হয়। বাইক ও মারুতির গতি তীব্র ছিল। দুর্ঘটনার পর মারুতি গাড়িটি একটি চায়ের দোকানে ধাক্কা মারে। সেই সময় দোকানে কেউ ছিল না। দোকানের উনুন ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।” স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে, যেখানে দুর্ঘটনাটি ঘটে সেই রাস্তাটি সংকীর্ণ ছিল। গাড়ি-বাইক উভয়ের গতি বেশি থাকার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Hooghly News: বাড়িতে ঢুকে তারকেশ্বরে উপ প্রধানকে গুঁতো ষাঁড়ের, ভর্তি SSKM-এ
দুর্ঘটনায় নিহত পিন্টু বাগের বড় ছেলে আকাশ বাগ বলেন, “বাবা মৃতদেহ দাহ করতে শ্মশানে গিয়েছিল। বাড়ি ফেরার সময় খানিক নেশা করেই মোটরবাইক চালাচ্ছিল, তাই গাড়ি গতি বেশি ছিল। তখনই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এসে দেখলাম বাবার পা ভেঙে গিয়েছে। বাবা জানিয়েছিল তাঁর পেটে ব্যথা করছে। স্যালাইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *