Howrah Road Accident : নিশ্চিন্দায় ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির একাংশ কেটে উদ্ধার করা হল যাত্রীদের – a terrible road accident in howrah nischinda state highway 7 person injured


Produced by Suman Majhi | Lipi | Updated: 28 Nov 2022, 11:34 am

রবিবার রাতে নিশ্চিন্দা থানা (Nischinda Police Station) এলাকায় জাতীয় সড়কের উপর মাইতি পাড়ার কাছে একটি প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রেলার। গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভিতরে আটকে থাকেন সাতজন যাত্রী। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় গ্যাস কাটার দিয়ে গাড়ির একটি অংশ কেটে বের করা হয় মরণাপন্ন অবস্থায় আটকে থাকা যাত্রীদের।

 

Howrah Road Accident
নিশ্চিন্দা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

হাইলাইটস

  • নিশ্চিন্দা থানা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা।
  • ঘটনাস্থলে দমকল, ট্রাফিক পুলিশ, নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা।
  • ঘন্টা খানেকের চেষ্টার গ্যাস কাটার দিয়ে গাড়ির একটি অংশ কেটে বের করা হয় 7 যাত্রীকে।
West Bengal News দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির একাংশ। গাড়ির ভেতরেই মরণাপন্ন অবস্থায় আটকে ছিলেন সাতজন যাত্রী। প্রায় ঘন্টা খানেকের চেষ্টার পর গ্যাস কাটার দিয়ে গাড়ির একটি অংশ কেটে বের করে আনা হল তাঁদের। দুর্ঘটনার জেরে কয়েকজন আহত হলেও প্রাণে বেঁচেছেন প্রত্যেকেই। পুলিশ, দমকলের নিরন্তর চেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে বের করে আনা হয় প্রত্যেকককে। ঘটনা হাওড়ার নিশ্চিন্দা থানার (Nischinda Police Station) জাতীয় সড়কের উপর।

Money Recovery : বারাসতে গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, ঘাতক গাড়িতে মিলল লাখ লাখ টাকা!
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে নিশ্চিন্দা থানা (Nischinda Police Station) এলাকায় জাতীয় সড়কের উপর মাইতি পাড়ার কাছে একটি প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রেলার। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির মধ্যে আটকে থাকেন সাতজন। কম-বেশি জখম ছিলেন সকলেই। দুর্ঘটনার বিষয়টি লক্ষ্যকরে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে দোমড়ানো গাড়ির ভেতর থেকে তাঁরা আহতদের বের করার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। ততক্ষণে খবর দেওয়া হয় হাওড়া সিটি পুলিশকে (Howrah City Police)।

Road Accident : পশ্চিম মেদিনীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ১, জখম একাধিক
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন দমকল, ট্রাফিক পুলিশ, নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা। দ্রুত ক্রেন আনা হয় ও ক্রেনের সাহায্য গাড়িটিকে সোজা করে সরানো হয়। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু কোনওভাবেই তাঁদেরকে গাড়ি থেকে বের করা সম্ভব হচ্ছিল না। এরপর গ্যাস কাটার নিয়ে আসা হয়। গ্যাস কাটারের সাহায্য নিয়ে গাড়ি’র অংশ কেটে টুকরো করে আটকে থাকা আহত যাত্রীদেরকে বের করা হয়। তাঁদের জন্য আগে থেকেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে রাখা হয়েছিল। যাতে দ্রুত তাঁদের বের করেই হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছনো যায়। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন গাড়ির মধ্যে আটকে থাকা যাত্রীদের সর্বক্ষণের জন্য যাত্রীদের বের করার আশ্বাস দিতে থাকেন। বাইরে থেকে দেওয়া জল। অবশেষে নিরাপদে বের করা হয় প্রত্যেককেই।

Nadia Accident : শান্তিপুরে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, সাহায্যে অগ্রণী ভূমিকায় কনেপক্ষ
ঘটনার জেরে মাইতি পাড়ার কাছে বিশাল যানজট তৈরি হয়। ঘটনাস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণে আনে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) আধিকারিকরা। গাড়ির যাত্রীদের বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনা জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের উপরে। পরে ক্রেনের সাহায্য গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। ঘাতক লরির চালক পলাতক। তার খোঁজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানা পুলিশ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *