Santragachi : চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও চোর! গাছে বেঁধে চলল গণধোলাই – thief caught and mass beaten at santragachi area for the allegation of theft from car


Produced by Suman Majhi | Lipi | Updated: 28 Nov 2022, 4:32 pm

হাওড়া নাজিরগঞ্জ (Nazirganj) তদন্ত কেন্দ্রের অন্তর্গত চুনাভাটি এলাকায় দীর্ঘদিন ধরে গাড়ি থেকে যাবতীয় জিনিস চুরি যাওয়ার ঘটনা ঘটছিল। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা। এরপর সোমবার চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। ধৃতকে গাছে বেঁধে চলল গণধোলাই। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে।

 

thief caught in santragachi
নিজস্ব ছবি

হাইলাইটস

  • দীর্ঘদিন ধরে পার্কিং করা গাড়ির ভেতর থেকে চুরি যাচ্ছিল বিভিন্ন জিনিস।
  • এবারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে পড়ে একটি চোর।
  • ধৃত চোরকে গাছে বেঁধে চলল গণধোলাই চাঞ্চল্য সাঁতরাগাছি এলাকায়।
West Bengal News দীর্ঘদিন ধরে পার্কিং করা গাড়ির ভেতর থেকে চুরি যাচ্ছিল বিভিন্ন জিনিস। হয়রান হচ্ছিলেন গাড়ির মালিকরা। হাওড়া জেলার সাঁতরাগাছি (Santragachi) এলাকায় চুরির ঘটনা নিয়ে ক্ষোভ জমছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। সোমবার সকালে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে পড়ে একটি চোর। ধৃত চোরকে গাছে বেঁধে চলল গণধোলাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাঁতরাগাছির (Santragachi) চুনাভাটি এলাকায়।

Paschim Medinipur : হাতেনাতে পাকড়াও চোর! খুঁটিতে বেঁধে ‘শাস্তি’ দিল গ্রামবাসীরা
স্থানীয় সূত্রে খবর, হাওড়া নাজিরগঞ্জ (Nazirganj) তদন্ত কেন্দ্রের অন্তর্গত চুনাভাটি এলাকায় দীর্ঘদিন ধরে গাড়ি থেকে যাবতীয় জিনিস চুরি যাওয়ার ঘটনা ঘটছিল। কিন্তু গাড়ি মালিকরা কিছু বুঝে উঠতে পারছিলেন না। কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে সে সম্পর্কেও কোনও সন্দিহান ছিল না। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু, তাঁদের অভিযোগ পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনওরকম লাভ হয়নি। এরপর সোমবার ফের চুরির ঘটনা ঘটে। দু-তিন জন একসঙ্গে আসে চুরির কারণে। বিষয়টি চোখে পড়ে যায় এক স্থানীয়ের। গাড়ি থেকে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তার সঙ্গে থাকা আরও তিনজন চোর তাঁদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

Nadia News : গৃহিণীকে শৌচালয়ে বন্ধ করে দিনেদুপুরে গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি! চাঞ্চল্য নদিয়ায়
ধৃত চোরকে এরপর মোটা দড়ি দিয়ে পাশের একটি গাছে বেঁধে ফেলা হয়। শুরু হয় গণধোলাই। চোরের গণধোলাইয়ের খবর জানতে পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন এলাকার বহু মানুষ। স্থানীয় গাড়ি চালকরা জানিয়েছেন, গাড়ির ভেতর সুকৌশলে যাবতীয় জিনিস চুরি করে নেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু কাউকে তাঁরা ধরতে পারেননি। ঘটনা পর খবর দেওয়া হয় হাওড়া সিটি পুলিশকে (Howrah City Police)। পুলিশ এসে ধৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার সঙ্গে এই চুরির গ্যাং-এ আর কারা জড়িত সে ব্যাপারে তল্লাশি শুরু হয়েছে।

West Bengal Tourism: দার্জিলিং বেড়াতে এসে চোরের খপ্পরে, পুলিশি তৎপরতায় মহাবিপদ এড়ালেন বিদেশি
প্রসঙ্গত, গত ৮ জুলাই সাঁতরাগাছিতে (Santragachi) একটি বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ভোর রাতে সাঁকরাইলের নাবঘড়ার বাসিন্দা পেশায় স্টুডিওর মালিক তপন কুমার মণ্ডলের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। তারা বাড়ির তিনতলার ছাদের সিঁড়ি ঘরের দরজা খুলে ভিতরে ঢোকে। সেটা তালা দেওয়া না থাকায় সহজেই চোরেরা ভিতরে প্রবেশ করতে পারে বলে জানা গিয়েছে৷ পরে দোতলায় মেয়ের ঘরে ঢুকে তার ভিতরে থাকা আলমারি খুলে নগদ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠ করে পালিয়ে যায়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *