Uttar 24 Pargana : ভ্যাটের পাশ থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য অশোকনগরে – unexpected incident happened in ashoknagar kalyangarh


Produced by Suman Majhi | Lipi | Updated: 28 Nov 2022, 4:01 pm

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে (Ashoknagar) ভ্যাটের পাশ থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। দেহটি ময়নাতদন্তের জন্য অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ (Ashoknagar Police Station)। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

 

ashoknagar incident
নিজস্ব ছবি

হাইলাইটস

  • ভ্যাটের পাশ থেকে ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার।
  • ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে।
  • ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
West Bengal News ভ্যাটের পাশ থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে (Ashoknagar)। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ (Ashoknagar Police Station)।

East Medinipur News : মন্দারমণি ও পটাশপুরে জোড়া মৃতদেহ উদ্ধার, মৃত্য়ুর কারণ নিয়ে ধন্দে পুলিশ
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে অশোকনগর থানার হিজলিয়া এলাকায় অশোকনগর কল্যাণগড় পুরসভার (Ashoknagar Kalyangarh Municipality) ভ্যাটের পাশ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। হাবরা নৈহাটি রোডের পার্শ্ববর্তী ওই এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে দিয়ে গিয়েছে বলেই অনুমান স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, দেহটি উল্টো করে কাদার মধ্যে মুখ ঢোকানো অবস্থায় পড়ে ছিল। স্থানীয় এক চাষী সকালবেলা প্রথম দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানায় (Ashoknagar Police Station)। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটিকে এরপর অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে (Ashoknagar State General Hospital) পাঠিয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

Bankura News : নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবরোধ বাঁকুড়ায়
দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে স্থানীয় কেউই চিনতে পারেননি বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপর দেহটিকে ঘটনাস্থলে ফেলে দিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় দেহে পচন ধরে গিয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটাল তার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ (Ashoknagar Police Station)। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

West Bengal News : দাউ দাউ করে জ্বলছে গাড়ি, অগ্নিদগ্ধ সামনের আসনে বসে থাকা ব্যক্তি
স্থানীয়রা জানিয়েছেন, দেহটি একটি পুরুষ মানুষের। মৃত ব্যক্তি জিন্স প্যান্ট ও শার্ট পড়েছিল। পায়ে জুতো ছিল ওই ব্যক্তির। দেহটিতে ভালোভাবে পচন ধরে যাওয়ায় দেহটি তোলার সময় অসুবিধায় পড়তে হয় পুলিশকে। তবে ওই ব্যক্তি স্থানীয় অঞ্চলের কেউ নয় বলেই দাবি করেছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা লাকি মোল্লা জানান, “এর আগে আমাদের এলাকায় এরকম কোনও ঘটনা ঘটেনি। আমরা দেহটিকে দেখে চিনতে পারেনি। দেহটি অবশ্য চেনার অবস্থাতেও ছিল না। প্রচণ্ড পচন ধরে গিয়েছিল। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কেউ বা কারা মেরে দিয়ে এখানে দেহ ফেলে রেখে দিয়ে গিয়েছে বলে মনে হয় আমাদের।” ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে সেটা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *