বয়স যাই হোক না কেন এখনও পর্যন্ত শরীরচর্চা করে চলেছেন তিনি। শরীরচর্চা একদিনও বাদ যায় না। আর তার জেরে ক্রীড়াপ্রেমী (Sports Lover) নতুন প্রজন্মের কাছেও তিনি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার বাংলার অ্যাথলেটিক টিমের ম্যানেজার হয়ে বাংলাদেশে (Bangladesh) পাড়ি দিতে চলেছেন খ্যাতনামা অ্যাথলেটিক ইসমাইল সর্দার। তা নিয়ে এখন প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।

হাইলাইটস
- শরীরচর্চা কোনও দিনই বাদ দেন না বছর 50 এর ইসমাইল সর্দার
- এলাকার ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি
- বাংলার অ্যাথলেটিক টিমের ম্যানেজার হয়ে ওপার বাংলায় তিনি পাড়ি দিতে চলেছেন
ইসমাইলের কাছে বিষয়টি চ্যালেঞ্জের
নিজেকে ফিট রাখতে সকাল বিকেল শারীরিক কসরত করতে দেখা যায় ইসমাইলকে। এই অভ্যাসের কোনও পরিবর্তন করেন না তিনি। এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশ থেকে অ্যাথেলেটিকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশে যাচ্ছেন। এমনকী, সেখানে পাড়ি দিচ্ছে বাংলারও একটি টিম। আর তাই এই সফর বাড়তি চ্যালেঞ্জের বলে মনে করেন উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার চারঘাটের ভূমিতলার বাসিন্দা প্রবীণ এই অ্যাথেলেটিক।
আর্থিক অনটনের মধ্যেও চালিয়ে গিয়েছেন শরীরচর্চা
ছেলেবেলা থেকেই খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল ইসমাইল সর্দারের। পড়াশোনার পাশাপাশি চলত অনুশীলন। পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না। তাই তার মধ্যে ঠিক করে প্রশিক্ষণও নিতে পারেননি তিনি। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় থাকা পরিবারে মানুষ হয়েও নিজের প্রতিভাকে নষ্ট করেননি তিনি। প্রত্যন্ত গ্রামের মানুষ হলেও, ইসমাইল স্বপ্ন দেখতেন তিনি একদিন দেশের নামকরা অ্যাথেলেটিক হয়ে উঠবেন। স্বপ্নকে ছুঁয়ে দেখার আকাঙ্খা থেকেই ইসমাইল পা রাখেন কলকাতায়। এরপর সেখানেই বহু স্বনামধন্য কোচের সান্নিধ্য পেয়েছেন তিনি। তারপর থেকে আর তাঁকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৮৯ সালে তিনি ন্যাশানাল চ্যাম্পিয়ন হন। তারপর ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি। আর সেখানে নিজের প্রতিভার মাধ্যমে দেশবাসীর মন জিতে নিয়েছিলেন তিনি। ৯০-এর দশক থেকে রাজ্য, দেশ, বিদেশের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়ে বাংলার ক্রীড়াজগতের গর্বের মুকুটে জুড়েছেন একের পর এক পালক।
ইসমাইল সর্দারের সারাজীবনের নজরকাড়া সাফল্যের পরিসংখ্যান ও তাঁর খেলধুলোর প্রতি একাগ্রতা দেখে বাংলার অ্যাথেলেটিক ইভেন্টে অংশগ্রহণকারী দলের ম্যানেজার করা হয়েছে তাঁকে। ডিসেম্বরে বাংলাদেশ সফরে গিয়ে এশিয়ার অনান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়ে বাংলার ক্রীড়াজগতের সুনাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলাই এখন মূলমন্ত্র বর্ষিয়ান এই অ্যাথেলেটিক ইসমাইল সর্দারের।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ