West Bengal District: আগামীকালই কি দুই জেলার ঘোষণা ? মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে জল্পনা – mamata banerjee west bengal chief minister may announce two new district during sundarban visit


Mamata Banerjee আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জেলা সফরে। সুন্দরবন ও বসিরহাট। দুই নতুন জেলা ঘোষণার অপেক্ষায় রাজ্যবাসী। সেই মাহেন্দ্রক্ষণ কি আসতে চলছে আগামী দু’দিনের মধ্যেই। এই প্রশ্নই ঘোরাফেরা করছে প্রশাসনিক মহলের অন্দরে। ২৯ নভেম্বর থেকে দু’দিনের জন্য হিঙ্গলগঞ্জ-সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করবেন প্রশাসনিক বৈঠকও। সেই বৈঠকেই এই নতুন দুই জেলা ঘোষণা (New District of West Bengal Announcement) হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে সূত্রে খবর।

Mamata Banerjee : বারাণসীর মতো কলকাতাতেও গঙ্গা আরতি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

চলতি মাসের শুরুতেই নদিয়া (Nadia) জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যে নতুন দু’টি জেলা তৈরির কথা জানিয়েছিলেন। এই দুটি জেলার নাম “সুন্দরবন” (Sundarban) এবং “বসিরহাট” (Basirhat)। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনায়। আর ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা হবে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় বাকি যে ছ’টি ব্লক থাকছে, সেগুলি নিয়ে তৈরি করার কথা বসিরহাট জেলার।

Mamata Banerjee : সুন্দরবনের গণ্ডগ্রামে প্রথম কোনও মুখ্যমন্ত্রী, জেলা ঘোষণার আগে ‘মাস্টারস্ট্রোক’ মমতার

জনসংখ্যা ও এলাকার নিরিখে দুই ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চল নিয়ে প্রশাসনিক স্তরে ভাবনাচিন্তা চলছিল অনেক দিন ধরেই। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার অংশটি জেলা সদর বারাসত থেকে বেশ খানিকটা দূরে। বসিরহাটের সুন্দরবন অংশের মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য জেলা সদরে যাতায়াত করতে হয়। একই সমস্যা দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রেও। যদিও প্রশাসনিক কাজে সুবিধার জন্য কয়েক বছর আগে দক্ষিণ ২৪ পরগনাকে তিনটি পুলিশ জেলায় ভাঙা হয়েছিল — বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন। কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমার বিভিন্ন থানা নিয়ে সুন্দরবন পুলিশ জেলা তৈরি হয়। গোসাবা, বাসন্তী, কুলতলি-সহ সুন্দরবনের একটা বড় অংশ পড়ে বারুইপুর পুলিশ জেলার মধ্যে। এবার নতুন জেলা ঘোষণা হওয়ার অপেক্ষায় রয়েছে সুন্দরবনবাসী। নতুন জেলা প্রশাসনিক দিক থেকে অনেকটা সুবিধাজনক হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলে।

Mamata Banerjee: ‘রেফার রোগ’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি

প্রসঙ্গত, ২৯ তারিখ মঙ্গলবার হিঙ্গলগঞ্জের (Hingalganj) কালীতলায় একটি প্রকাশ্য জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডপ জানান, প্রশাসনিক কর্তারা এসে এই জায়গা আগেই পরিদর্শন করে গিয়েছেন। দলের নেত্রী আসার কথা, তার জন্য অপেক্ষায় রয়েছে সুন্দরবনবাসী। এরপর মুখ্যমন্ত্রী কালিতলা জনসভা করার পর ওখান থেকে যেতে পারেন টাকি পিএইচই বাংলোয়। টাকি বাংলো ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সেখানেই তিনি রাত কাটাবেন ও একটি জরুরী বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী আসার আগে বুধবার পিএইচই বাংলো পরিদর্শন করেন বসিরহাট মহাকুমার এসডিওর প্রতিনিধি দল।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *