West Bengal News: শীত পড়তে না পড়তে উৎসবের আমেজ। নতুন ধান তোলা শুরু হতেই গোটা রাজ্যজুড়ে নবান্ন উৎসব (Nabanna Utsav) শুরু হয়ে গিয়েছে।
পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকায় মহাধুমধামে পালিত হচ্ছে এই অনুষ্ঠান। কিন্তু, ভাতারের (Bhatar) মুরারিপুকুরের (Murari Pukur) নবান্ন অনুষ্ঠানেও ঘটে গুরুতর বিপত্তি। নবান্নে অনুষ্ঠান উপলক্ষে তৈরি খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের আটজন সদস্য। প্রাথমিকভাবে খাবার খেয়ে যাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের ভাতার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে (Burdwan Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকনাথ ঘোষ, অশেষ ঘোষ, বিজলী ঘোষ, টিনা ঘোষ, রাজলক্ষ্মী ঘোষ, অপর্ণা ঘোষ, অন্নপূর্ণা ঘোষ ও বংশীধর ঘোষ নবান্ন অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্ত হয়ে পড়েছিলেন। অসুস্থদের মধ্যে লোকনাথ ঘোষ মালাডাঙা হাইস্কুলের ছাত্র। আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী লোকনাথের স্কুলে টেস্ট পরীক্ষা চলছিল।
Bardhaman News : মেলায় ক্রেনের চাকায় চাপা পড়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বর্ধমানেকীভাবে একই পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়ল, তা এখনও বুঝে উঠতে পারছে না স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা খাবারে কোনওভাবে বিষক্রিয়া হয়েছিল। সেই খাবার খেয়েই তাই সকলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্যতম সদস্য টিনা ঘোষ বলেন, “খাবার খাওয়ার পর দুপুর অবধি আমাদের কোনও কিছু হয়নি। রাত থেকে হঠাৎ করে বমি ও পেট খারাপ শুরু হয়। তারপর সকলেই অসুস্থ বোধ করায়, হাসপাতালে এসেছি। কীভাবে সবাই অসুস্থ হল, তা এখনও বুঝতে পারছি না।”
Gobindobhog Rice : বন্ধের মুখে গোবিন্দভোগ-আতপ চালের রফতানি! কেন্দ্রের সিদ্ধান্তে চিন্তায় বর্ধমানের চাষিরা
অনুষ্ঠানের খাবার খাওয়ার পর একসঙ্গে এতজন অসুস্থ হওয়ায় স্বাভাবিকভাবে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের অনেক মানুষ ওই খাবার খেয়েছিলেন। ভাতার ব্লকের আধিকারিক জানিয়েছেন, বাকি গ্রামবাসীদের অবস্থা কী তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কেউ অসুস্থ হয়ে পড়তে পর্যাপ্ত চিকিৎসার বন্দোবস্ত করবেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, সম্ভবত কোনও একটি বিশেষ খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে কোন খাবার বিষিয়ে গিয়েছিল, তা এখনও নির্দিষ্ট করে বোঝা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ প্রত্যেকের অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।
Kartik Puja 2022 : কার্তিক ফেলতে গিয়ে ‘কেস’, থানায় রাত্রিবাস
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রান্না করা বিভিন্ন পদের পাশাপাশি চালবাটা বিভিন্ন ফলের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়েছিল। সেখান থেকে বিষক্রিয়া হতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।