Bomb Recovery : পঞ্চায়েত ভোটের আগে এবার সোনারপুরে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায় – bomb recovered from rajpur sonarpur municipality area by police


West Bengal News জগদ্দলের পর এবার রাজপুর সোনারপুর পুরসভা এলাকা। বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজপুর সোনারপুর পুরসভার (Rajpur Sonarpur municipality) দুই নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লী এলাকায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এলাকায় নজরদারি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Bhatpara Municipality : জগদ্দলে ফের বিস্ফোরণ, বোমার খোঁজে তল্লাশি পুলিশের! এলাকায় আতঙ্ক
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার রাত আড়াইটা নাগাদ বোমার আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। ভোরের আলো ফুটতে তাঁরা বেরিয়ে দেখেন নবপল্লী প্রাইমারি স্কুলের (Nabapally Primary School) মাঠের সামনেই বোমা ফাটানো হয়। রাস্তার পাশে পড়েছিল আরও তিনটি তাজা বোমা। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে (Narendrapur Police Station)। পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য প্রতিদিন বাড়ছে। এর কারণে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সামনেই স্কুল ও মাঠ। এই মাঠেই প্রাতঃভ্রমণ করতে আসেন স্থানীয়রা। আতঙ্কে আজ তাও বন্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Malda News : মালদায় বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, জখম ২ শিশু
বোমা উদ্ধারের ঘটনা লেগেই রয়েছে বিভিন্ন জেলায়। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে বিভিন্ন জায়গায় তাজা বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনকে। গত শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ জগদ্দল ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মোমিনপাড়া অঞ্চলে পর পর তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। ওইদিন স্থানীয় বাসিন্দা সুরেশ মাহাতোর ভাইয়ের ছেলের বিয়ে ছিল। বিয়ে বাড়ি চলাকালীন তারস্বরে সাউন্ড বক্স বাজাতে শুরু করে সুরেশ মাহাতো। সেই ঘটনায় ভাই ও এখানকার লোকেরা সাউন্ড বক্স বাজাতে নিষেধ করে। ঘটনা কেন্দ্র করে বচসা বাধে। হাতাহাতি ও বচসায় বোমা ছোড়া হয় তিনটি। বোমাবাজিতে আহত হয় চারজন।

South 24 Parganas News : লাগাতর বোমা উদ্ধার কুলপিতে, আতঙ্ক গোটা এলাকায়
স্থানীয়দের বক্তব্য, কলকাতা সংলগ্ন এলাকায় ব্যস্ত রাস্তায় বোমা উদ্বেগ বাড়িয়েছে এলাকার। আগেও খেয়াদার শান্তি পার্ক এলাকাতেই শিশুদের উপর বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। এক শিশু জখমও হয়েছিল তাতে। তবে এদিন তিনটি বোমা উদ্ধার করে ও নিষ্ক্রিয় করে নিয়ে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। স্থানীয়রা বলছেন, বোমার আওয়াজে পুরো এলাকা স্তস্ত্র। বাড়ির জানলা-দরজা কেঁপে গিয়েছে বলেছে দাবি এলাকাবাসীর। দুস্কৃতী তাণ্ডব এখানে নতুন নয় বলেও দাবি করেছেন সেখানকার মানুষ। সিন্ডিকেট বিবাদে দুস্কৃতীদের উপদ্রবও রয়েছে বলে তাদের অভিযোগ। জগদ্দল, আমডাঙার পর কামারহাটি। পরপর বোমা উদ্ধারের ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ব্যরাকপুর শিল্পাঞ্চল। এবার রাজপুর সোনারপুর এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *