ঠিক কী বলেছেন মানস ভুঁইয়া?
তাঁকে সম্প্রতি তৃণমূলের কর্মচারি সংগঠনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। অতীতে এই দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দায়িত্ব পাওয়ার পর বকেয়া DA প্রসঙ্গে প্রশ্ন করা হলে মানস ভুঁইয়া বলেন এই সময় ডিজিটাল-কে , “সরকারি কর্মচারিদের কোনও অবহেলা মুখ্যমন্ত্রী কোনওদিন করেননি। আমাদের সরকার প্রশাসনিক ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেয় তা গোটা দেশে নজির স্থাপন করে। আমাদের সরকার কখনও বলেনি সরকারি কর্মীদের বঞ্চিত করে DA দেবে না।বর্তমানে GST চালু হওয়ায় কেন্দ্র বিপুল পরিমাণ কর নিয়ে চলে যাচ্ছে এবং সময় মতো রাজ্যকে প্রাপ্য অর্থ দিচ্ছে না। কেন্দ্র রাজ্যকে প্রাপ্য এক লাখ ১৮ হাজার কোটি টাকা দিচ্ছে না। শুধু তাই নয়, ১০০ দিনের প্রাপ্য টাকা থেকেও রাজ্যকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র।”
কবে মিলবে বকেয়া DA?
এই প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন, “আমরা DA দেব। কখনও বলিনি মহার্ঘ ভাতা দেব না। কিন্তু, যে দমন পীড়ন নীতি বাম আমলে নেওয়া হত তা আমরা নিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয়, বদল চাই। আমরাও সেই নীতি মেনে চলছি। বাম বা BJP তো কেন্দ্রকে বলছে না রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দিন।” তাঁর সংযোজন, “DA-র বিষয়টি আমরা সহানুভূতির সঙ্গে দেখছি এবং সমস্যা মেটানোর চেষ্টা করছি।”
পাশাপাশি কেন্দ্র ‘অর্থনৈতিক অবরোধ’ করছে বলেও মন্তব্য করেন রাজ্যের এই মন্ত্রী। তিনি বলেন, “রাজ্যকে কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। এভাবে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে।” প্রসঙ্গত, চলতি বছরের ২০ মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে তিন মাসের মধ্যে বকেয়া DA মেটাতে নির্দেশ দিয়েছিল। যদিও তা পুর্নবিবেচনা করার আর্জি জানিয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়। কিন্তু, সেই আবেদনও খারিজ হয়ে যায়। এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।