Gaatchora Serial: কোন মোড়ে দাঁড়িয়ে ঋদ্ধি-খড়ির সম্পর্ক, আসছে বড়সড় ট্যুইস্ট – gaatchora serial brings mega twist in the story line soon


Embed

গাঁটছড়া সিরিয়ালের ((Gaatchora Serial) শুরু থেকেই ছিল ট্যুইস্টের পর ট্যুইস্ট (Twist)। যখনই খড়ি আর ঋদ্ধি একটু কাছাকাছি আসে, তখনও কোনও না কোনও মারপ্যাঁচে আলাদা হয়ে যায় তাঁদের পথ। কখনও তাঁরা দূরে চলে যান একে অপরকে ভুল বুঝে আবার কখনও পরিস্থিতি তাঁদের আলাদা করে দেয়। ফাইনালি কি সব দূরত্ব মুছে যাবে ঋদ্ধি আর খড়ির মধ্যে? খুদে সদস্য খুব তাড়াতাড়ি এনট্রি নেবে তাদের পরিবারে? নাকি আনন্দের মধ্যে ফের কোনও বড় ঝড়ের মুখোমুখি হবে তাঁরা? গত সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) পিছিয়ে থাকার জেরেই কি এই টুইস্ট আনতে চলেছে গাঁটছড়া সিরিয়াল?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *