Garia Bombing: সকালে রাস্তায় তাজা বোমা, গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আতঙ্ক


 রাজপুর সোনারপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় বোমাবাজি। সোমবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজির খবর পাওয়া যায়। মঙ্গলবার সকালে গড়িয়া নবপল্লী এলাকার জনবহুল রাস্তায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে গভীর রাতে বোমাবাজিতে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। গড়িয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্বে ঢালুয়া নবপল্লী এলাকায় বিকট আওয়াজ পান এলাকার মানুষজন। তবে শীতের রাতে বিশ্বকাপের উন্মাদনায় বাজি ফাটছে ভেবে নিশ্চিন্ত হন। কিন্তু এদিন সকালে রাস্তায় তিনটি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত এলাকার মানুষ। 


Updated By: Nov 29, 2022, 07:55 AM IST

Garia Bombing: সকালে রাস্তায় তাজা বোমা, গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আতঙ্ক

নিজস্ব চিত্র।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *