Joler Gaan: ‘আমি পাাখির মতো…’ লাইভ শোনার সুযোগ, কোচবিহারে কনসার্ট ‘জলের গান’-এর – joler gaan bangladeshi rock band will perform in cooch behar


এবার ‘জলের গান’ (Joler Gaan Song) আসতে চলেছে পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, এই ব্যান্ডকে লাইভ শোনা যাবে কোচবিহারে। জানা গিয়েছে, স্বাস্থ্যমেলা 2023-এ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে এই মেলা আয়োজিত হবে যেখানে উপস্থিত থাকবে ‘জলের গান’ (Joler Gaan)। এই মেলায় বিনা মূল্যে দুঃস্থদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

 

Joler Gaan
ফাইল ফটো (ছবি সৌজন্যে ফেসবুক Joler Gaan)

হাইলাইটস

  • ‘ এমন যদি হতো, আমি পাাখির মতো…’, শীতের আমেজে এই গান শোনা যাবে এবার বাংলায়।
  • ‘জলের গান’ (Joler Gaan) লাইভ-মাতোয়ারা কোচবিহার।
  • স্বাস্থ্যমেলা 2023-এর প্রধান উদ্যোক্তা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “কোভিডের কারণে গত দু’বছর স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়নি।”
‘ এমন যদি হতো, আমি পাাখির মতো…’, শীতের আমেজে এই গান শোনা যাবে এবার বাংলায়। ‘জলের গান’ (Joler Gaan) লাইভ-মাতোয়ারা কোচবিহার। করোনার চোখ রাঙানিতে গত দু’বছর দিনহাটাতে অনুষ্ঠিত হয়নি স্বাস্থ্যমেলা। এই বছর রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে আবারও এই উদ্যোগ চালু হতে চলেছে। এই মেলাতে একদিকে যেমন হাজার হাজার রোগী চিকিৎসা পরিষেবা পাবেন তেমনই তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেখানেই পারফর্ম করতে চলেছে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ‘জলের গান’। ইতিমধ্যেই এই মেলা উপলক্ষ্যে প্রথম পর্যায়ে প্রস্তুতি বৈঠক হয়ে গিয়েছে। স্বাস্থ্যমেলা 2023-এর প্রধান উদ্যোক্তা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “কোভিডের কারণে গত দু’বছর স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়নি। আগামী বছর ফের তা চালু হতে চলেছে। ২০ জানুয়ারি ২০২৩ সালে এই মেলা শুরু হবে। দিনের বেলা সেখানে হাজার হাজার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে এবং ওপার বাংলার বিখ্যাত ব্যান্ড জলের গানও অংশ নেবে।” তবে জলের গান কবে মঞ্চে উঠবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

Cooch Behar: রাজ্যে আবার অর্থের পাহাড়ের হদিশ! মেখলিগঞ্জ থেকে উদ্ধার লাখ লাখ বাংলাদেশি টাকা
উল্লেখ্য, কোচবিহারে স্বাস্থ্য মেলার ইতিহাস অতি দীর্ঘ। প্রাক্তন মন্ত্রী কমল গুহের স্ত্রী বেলা গুহের মৃত্যুর পর তাঁর ছেলে উদয়ন গুহ দুঃস্থ মহিলা ও শিশুদের সাহায্যের জন্য কয়েক বছর আগে বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি গঠন করে। এই সমিতির উদ্যোগে প্রতি বছর কমল গুহের জন্মদিবস উদযাপন হয়ে থাকে। দিনহাটা সংহতি ময়দানে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাস্থ্যমেলায় উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসকরা দু’দিন ধরে রোগী দেখেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতার শিল্পীরাও অংশ নিয়ে থাকেন।

Udayan Guha : শাসকদলের কোন্দল? ফের কোচবিহার বইমেলার স্থান পরিবর্তন
কিন্তু, এই প্রথম স্বাস্থ্য মেলার জন্য এপার বাংলায় পা রাখতে চলেছে ‘জলের গান’। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে আলোড়ন পড়ে গিয়েছে। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও জলের গানের অসংখ্য ভক্ত রয়েছে। এই গানের দল কোচবিহারে পা রাখার খবর সামনে আসার পরেই সোশাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, “অবশেষে এপার বাংলায় পা রাখতে চলেছে জলের গান। অত্যন্ত উৎসাহিত আমরা। মুখিয়ে রয়েছি অনুষ্ঠানের জন্য।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *