Kharagpur : খড়গপুরে লিভ ইন সম্পর্কের ভয়াবহ পরিণতি, প্রেমিকাকে খুন করে জঙ্গলে পোঁতার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে – kharagpur one person from paschim medinipur village allegedly murder his live in partner


শ্রদ্ধা ওয়ালকরের হত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই তরুণীকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক তথা লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ার বিরুদ্ধে। এবার প্রেমের এক করুণ পরিণতি প্রত্যক্ষ করল খড়গপুর। প্রেমের টানে দু’জনই নিজেদের ঘর ছেড়েছিলেন। পরিবার ভালোবাসায় সম্মতি না দেওয়ায় গ্রাম থেকে কিছুটা দূরে, বড় রাস্তা পেরিয়ে জঙ্গল সংলগ্ন এলাকায় বেঁধেছিলেন ঘর। কিন্তু, সেই প্রেমিকাকেই মেরে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল সেই প্রেমিকের বিরুদ্ধে।

কোথায় ঘটেছে এই ঘটনা?
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণের ভালুকমচা গ্রামে। অভিযোগ, জঙ্গল সংলগ্ন এলাকাতেই নিজের প্রেমিকা পবিত্রাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে প্রেমিক তরুণ সিং। স্থানীয় সূত্রে খবর, তরুণ সিংয়ের সঙ্গে পবিত্রার সম্পর্ক জানাজানি হওয়ার পর দুই পরিবারের সদস্যরাই মেনে নেয়নি। এরসঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তাঁরা। যদিও সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের সদস্যরা। কিন্তু, পরিবারের আপত্তি উড়িয়ে দিয়ে জঙ্গলে ‘লিভ ইন’ করছিলেন এই যুগল, জানা গিয়েছে এমনটাই। কয়েকদিন ধরেই পবিত্রাকে দেখতে পাননি গ্রামবাসী। এরপরেই বিষয়টি তাঁরা পুলিশের নজরে নিয়ে আসেন।

Paschim Medinipur News : ৭২ ঘণ্টা কেটে গেলেও খোঁজ মেলেনি শিশুর, মেদিনীপুরে রাস্তা অবরোধ স্থানীয়দের
গত সোমবার তাঁরা পুলিশের নজরে বিষয়টি আনেন। পবিত্রার সঙ্গে কোনও বড় অঘটন ঘটেছে, আন্দাজ করেছিল গ্রামবাসী। তাঁদের সন্দেহ ছিল পবিত্রাকে হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছে তরুণ। পুলিশকে সেই আশঙ্কার কথা জানানো হয়। জানা গিয়েছে, ইতিমধ্যেই তরুণকে আটক করা হয়েছে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটির নীচ থেকে তোলা হবে পবিত্রার দেহ।

‘প্রেমিকাকে খুন’? কী বলছে মূল অভিযুক্ত?
তরুণ সিং অবশ্য দাবি করছে, সে পবিত্রাকে হত্যা করেনি। কোনও এক কারণবশত মৃত্যু হয় তার প্রেমিকার। এরপরেই সে দেহ মাটিতে পুঁতে দেয়। যদিও, গ্রামাসীদের দাবি, তরুণই এই ঘটনার নেপথ্যে রয়েছে। সেক্ষেত্রে তরুণের কঠোরতম শাস্তির দাবি করেছেন তাঁরা।

Paschim Medinipur : টাকা ছিনতাইয়ে বাধা, খড়গপুরে ট্রাক খালাসিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি
পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তরুণ দোষী প্রমাণিত হলে তাঁর কঠোরতম শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা। তরুণের সঙ্গে পবিত্রার কি কোনও ঝগড়া হয়েছিল? তাঁদের সম্পর্কে কি গত কয়েক দিনে টানাপোড়েন চলছিল? উঠে আসছে এই প্রশ্নগুলিও। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় যাবতীয় দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *