দিন দশেকের ব্যবধানে আবারও সোনা উদ্ধার হলো কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। দুবাই থেকে আসা দুই ভারতীয় বিমানযাত্রীর কাছ থেকে সোমবার বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। গ্রিন চ্যানেল দিয়ে টার্মিনালের বাইরে বেরোনোর সময়ে ওই দুই যাত্রী শুল্ক দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়েন। দুই যাত্রীকে তল্লাশি করতে গিয়ে দেখা যায়, তাঁদের পায়ের মোজা, অন্তর্বাসের ভিতর প্রায় 1200গ্রাম সোনার বার লুকোনো আছে।

হাইলাইটস
- আবারও সোনা উদ্ধার হলো কলকাতা বিমানবন্দরে।
- দুবাই থেকে আসা দুই ভারতীয় বিমানযাত্রীর কাছ থেকে সোমবার বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়।
- দুই যাত্রীকে তল্লাশি করতে গিয়ে দেখা যায়, তাঁদের পায়ের মোজা, অন্তর্বাসের ভিতর প্রায় 1200 গ্রাম সোনার বার লুকোনো আছে।
গ্রিন চ্যানেল দিয়ে বাইরে বেরোনোর সময়ে তাঁদের হাঁটাচলা দেখে অস্বাভাবিক মনে হয় এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মীদের। তাঁদের প্রথমে মনে হয়, পায়ে বা জুতোয় কোনও সমস্যা আছে। এর পর দুই যাত্রীকে তল্লাশি করতে গিয়ে দেখা যায়, তাঁদের পায়ের মোজা, অন্তর্বাসের ভিতর প্রায় ১২০০ গ্রাম সোনার বার লুকোনো আছে। যার বাজারমূল্য কোটি টাকারও বেশি। সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই যাত্রীকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন শুল্ক দপ্তরের আধিকারিকরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ