Malda News : মর্মান্তিক! চাঁচলে ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু ২ শিশুর – malda two children lost life in a brick field


Produced by Suman Majhi | Lipi | Updated: 29 Nov 2022, 4:47 pm

ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মর্মান্তিক ঘটনা মালদার চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে। মৃত দুই শিশুর নাম তাসমিরা খাতুন ও আনিমুল হক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জলে ভাসমান দুই শিশুকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে (Chanchal Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে।

 

Chanchal Super Speciality Hospital
চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতাল

হাইলাইটস

  • মর্মান্তিক ঘটনা মালদার চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে।
  • ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর।
  • মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মর্মান্তিক ঘটনা মালদার চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে। মৃত দুই শিশুর নাম তাসমিরা খাতুন (০৩) ও আনিমুল হক(০৪)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জলে ভাসমান দুই শিশুকে গৃহবধূরা উদ্ধার করে। পরে তাদের চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে (Chanchal Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই শিশু পৃথক পরিবারের। তবে তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital) পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Howrah Road Accident : উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা লাগোয়া এলাকায় কয়েকটি পরিবার বাস করে। মৃত শিশুদের পরিবার দুটি ওই গ্রামেই স্থায়ীভাবে বসবাস করেন। তারা ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। মৃত ওই দুই শিশুর বাবা ইটভাটায় কাজ করছিলেন। এদিন দুপুরে মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে ওই দুই শিশু ইটভাটার জল ভর্তি খাদের কাছে চলে আসে। এরপর অতর্কিতে সেই খাদে তারা গড়িয়ে পড়ে যায়।

Malda Road Accident : মানিকচকে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর, বিক্ষোভ এলাকাবাসীর
বাকি অন্যান্য শিশুরা বিষয়টি খেয়াল করে দ্রুত বাড়ি ফিরে আসে। তাদের মাধ্যমে ঘটনাটির কথা জানতে পেরে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে পাড়ার লোকেরা সেখান ছুটে আসেন। এরপর ওই দুই শিশুকে খাদের জলে ভেসে থাকতে দেখা যায়। তাঁদের পরিবারের লোকজন সহ স্থানীয়দের সহযোগিতা নিয়ে দেহ দুটি উদ্ধার করে চাঁচলের সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। মৃতদের পরিবারের দাবি, ইটভাটা ধরেই আমাদের বসবাস। ভাটা কর্তৃপক্ষ সীমানা প্রাচীর করুক। সীমানা প্রাচীর বা বেড়া থাকলে এই অঘটন ঘটত না বলে পরিবারের দাবি।

Paschim Medinipur : বাড়ির সামনে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার
মৃত শিশুর এক আত্মীয় মানসুরা খাতুন বলেন, “আমরা মহিলারা তখন সবাই রান্নার কাজে ব্যস্ত ছিলাম। বাচ্চাগুলো খাদের ধরে খেলাধূলা করছিল। এই সময় দুটো বাচ্চা জলে পড়ে যায়। আমাদেরকে এসে বাকি বাচ্চাগুলো জানায়। আমরা গিয়ে দেখি ততক্ষণে বাচ্চাগুলো জলে ভাসছে। ওদেরকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খাদের ধারে তো বেড়া দিয়ে দেওয়া উচিত ছিল। না হলে এরকম হতো না।” মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনায় ইটভাটার মালিক কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেননি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *