Manab Mukherjee CPIM : দু’বারের সেরিব্রাল অ্যাটাকের ধাক্কা, প্রয়াত সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় – manab mukherjee cpim leader and former west bengal minister passed away


প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা CPIM-এর নেতা মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। দু’বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। গত দু’বছর ধরে অসুস্থ ছিলেন। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েচিল। গত অগাস্ট মাসে ফের একটি অ্যাটাকের পর তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত বামফ্রন্ট। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ অন্যরা। বুধবার দুপুরে মানব মুখোপাধ্যায়ের মরদেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে বলে দলীয় সূত্রে খবর। সেখানেই প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে পারবেন দলীয় নেতা-কর্মীরা।

MD Salim : ‘জেলের ঘানি টানিয়ে ছাড়ব…’, পুলিশকে নিশানা সেলিমের
এদিন CPIM নেতা মানব মুখোপাধ্যায়ের (Manab Mukherjee Passed Away) প্রয়াণের খবর প্রথম জানান তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “লস্ট মাই ফাদার। অর্থাৎ বাবাকে হারালাম।” কিছুদিন আগে অন্য একটি পোস্টে হিয়া লিখেছিলেন, “দীর্ঘ সাড়ে চার মাসের লড়াই জিতে আজ অবশেষে তিনি বাড়ি ফিরল।” কিন্তু, কিছুদিনের মধ্যেই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেওয়া হয় ভেন্টিলেশনেও। কিন্তু, মঙ্গলবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন এই রাজনীতিবিদ। CPIM সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রয়াত নেতার দেহ রাখা হবে পিস হাভেনে। তাঁর চোখ ও দেহদান করা আছে। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মরদেহ তুলে দেওয়া হবে।

Meenakshi Mukherjee : ‘এরা যদি ঠিক থাকত…কারও দম থাকত না চুরি করার!’, পুলিশ-প্রশাসনের ভূমিকা মন্তব্য মীনাক্ষীর
উল্লেখ্য, ১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার CPIM-এর টিকিটে লড়াই করেছিলেন মানব মুখোপাধ্যায়। সেবার জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটার বিধায়ক ছিলেন তিনি। ওই বছর বিধানসভা নির্বাচনে আর লড়েননি তিনি। বামফ্রন্ট সরকারে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) মন্ত্রিসভায় দু’বারের মন্ত্রী হয়েছিলেন তিনি। তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন মানব। পরে পর্যটন মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রী থাকার সময় নিজের চশমার বিল নিয়ে একবার বিতর্কে জড়িয়েছিলেন মানব মুখোপাধ্যায়।
যোধপুর পার্ক বয়েজ হাইস্কুলে প্রাথমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছিলেন মানব মুখোপাধ্যায়। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। বাড়িতে রাজনীতির চর্চা না থাকলেও উত্তাল সাতের দশকে বাম রাজনীতির প্রতি তৈরি হয় আকর্ষণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *