Soumitra Khan : ‘পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে হবে না…’, আশঙ্কা সৌমিত্র’র – tmc cant fight easily at medinipur said locket chatterjee and soumitra khan


West Bengal News জেলায়, জেলায় আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলকে কড়া আক্রমণ BJP সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। বোমা মারামারি আদতে তৃণমূলের ‘কালচার’ বলে কটাক্ষ করেন তিনি। আগামী দিন পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে হবে না বলেই আশঙ্কা তাঁর। তার জন্য BJP আদালতেও যেতে প্রস্তুত বলে আভাস দেন বিষ্ণুপুরের সাংসদ। অন্যদিকে, মঙ্গলবার ভূপতিনগরে আক্রান্ত হন তৃণমূলের এক উপ পঞ্চায়েত প্রধান। অভিযোগ ওঠে BJP-র দিকে। এরই পালটা বর্ধমান থেকে BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) জোরালো দাবি করেন, তৃণমূল BJP-কে আক্রমণের চেষ্টা করলেও আগামী পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরে তৃণমূল ‘দাঁত ফোটাতে পারবে না।’

Bomb Recovery : পঞ্চায়েত ভোটের আগে এবার সোনারপুরে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
মঙ্গলবার বর্ধমানে (Purba Bardhaman) BJP-র একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ BJP-র অন্যান্য শীর্ষ ও জেলা নেতৃত্ব। গোসাবায় শ্যুট আউট, রাজপুর, সোনারপুর থেকে বোমা উদ্ধারের ঘটনার নিন্দা প্রকাশ করেন সৌমিত্র। উল্লেখ্য, সোমবার রাতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজপুর সোনারপুর পুরসভার (Rajpur Sonarpur Municipality) দুই নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লী এলাকায়। আতঙ্কে পড়ে যান স্থানীয় বাসিন্দারা। এলাকায় নজরদারি শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তিনটি তাজা বোমা উদ্ধার হয়।

Saumitra Khan: ‘জামতাড়া গ্যাংয়ের সঙ্গে মিলে EVM-এর চিপ বদল করেছে তৃণমূল’, বিস্ফোরক অভিযোগ BJP সাংসদের
ঘটনার পরিপ্রেক্ষিতে সৌমিত্র বলেন, “এটা ওঁদের দলের কালচার। বোমা তৈরি করো, সবাইকে বোমা মারো। আগামী পঞ্চায়েত নির্বাচন যে শান্তিপূর্ণ হবে না এটা তারই আভাস। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমরা এই পরিস্থিতিতেও লড়াই করব।” তবে নির্বাচনের আগে সন্ত্রাস, অস্ত্র উদ্ধারের কারণে পরবর্তীকালে BJP কি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর ব্যাপারে আর্জি জানাতে পারে ? এই প্রশ্নের উত্তরে সৌমিত্র জানান, “আমরা চাই, মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিক। তার জন্য আমাদের যতদূর যেতে হয় যাবো। প্রয়োজনের দলের মধ্যে আমরা এটা আলোচনা করবো। আদালত পর্যন্ত যাব।”

Saayoni Ghosh : ‘জাত গোখরোদের জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড আছে’, মিঠুনকে জবাব সায়নীর
সৌমিত্র খাঁয়ের পাশাপাশি জেলায় জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরব হন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। পঞ্চায়েত নির্বাচনের আগে ক্ষমতা দখলেই লড়াইয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণেই বিভিন্ন জায়গায় বোমাবাজি, মারামারির ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। লকেট বলেন, “পঞ্চায়েত দখলের জন্য, নিজেদের সিন্ডিকেট বাজির জন্য, নিজেদের টাকা তোলার জন্য ক্ষমতার লড়াই চলছে। এতদিন BJP তৃণমূলের মধ্যে লড়াই ছিল। BJP-র অনেক কার্যকর্তা শহীদ হয়েছেন। এখন নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। তৃণমূল দলটা নিজেদের মধ্যে লড়াই করতে, করতে মরে যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *