West Bengal Winter Update : উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ, ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস – temperature in kolkata increased by three degrees city will witness winter from december


উত্তুরে হাওয়ার প্রবেশপথে আর কোনও বাধা নেই। আগামী কয়েকদিনের মধ্যেই তা টের পাবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই শহর ও জেলার তাপমাত্রায় ফারাক লক্ষ করা যাবে। বেশ কিছুটা কমবে বঙ্গের তাপমাত্রা। তবে ততদিন পর্যন্ত যদিও দিন ও রাতের তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবারের পর মঙ্গলবারও কলকাতায় তাপমাত্রার (Temperature In Kolkata) সামান্য বৃদ্ধি। কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

Winter In Kolkata 2022 : সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, চলতি সপ্তাহেই হাওয়া বদলের পূর্বাভাস
কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) বৃদ্ধি

১৮ ডিগ্রি সেলসিয়াসের কোঠা থেকে বেড়ে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) পৌঁছল ১৯ ডিগ্রির কোঠায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪০ শতাংশ এবং সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১ ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও বৃহস্পতিবার থেকে একধাক্কায় পারদ পতন হবে শহরে। ফলে এই পূর্বাভাসে স্বাভাবিকভাবেই খুশি শীতপ্রিয় বাঙালিরা।

Kolkata Temperature : ভাঙল ৫ বছরের রেকর্ড, কলকাতায় শীতলতম নভেম্বর
কবে থেকে জাঁকিয়ে শীত?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীত (Winter 2022) পুরোপুরি থিতু হতে এখনও ঢের দেরি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে আনুষ্ঠানিকভাবে শীত পড়বে না বঙ্গে। জমিয়ে ঠান্ডা অনুভব করতে আরও কিছুটা অপেক্ষা করতেই হবে। যদিও এখন রাজ্যে চলবে মিনি শীতের স্পেল। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ফলে বজায় রয়েছে শীতের আমেজ। একইসঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গেও মনোরম শীতের আমেজ। কুয়াশার আড়মোড়া ভেঙে স্বমহিমায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। পার্বত্য এলাকায় ঘুরতে যাওয়া পর্যটকরা বেজায় খুশি।

Kolkata Temperature Today : আরও নামল তাপমাত্রার পারদ, মেঘ সরলেই জাঁকিয়ে শীত
শীতের কাঁটা হবে ঘূর্ণাবর্ত?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে দু’টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি দক্ষিণ পূর্ব আরব সাগর এবং অপরটি মধ্য বঙ্গোপসাগরে। ফলে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এ ছাড়া কেরালা, তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় আগামী চার থেকে পাঁচদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কর্নাটকে এবং অন্ধপ্রদেশের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেশের বাকি অংশে শীতের আমেজ থাকবে। কুয়াশার দেখা মিলছে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *